
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৫ অক্টোবর) বগুড়ার শেরপুর উপজেলা প্রাঙ্গণে আয়োজিত হয় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার মোঃ মাহমুদুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে শুরু হয় আলোচনা সভা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি মানুষ গড়ার কারিগর। তাঁরাই গড়ে তোলেন জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় সমৃদ্ধ একটি সমাজ।”
সভায় প্রধান অতিথি ভূমি সহকারী কমিশনার মোঃ মাহমুদুল হাসান বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের হাতেই তৈরি হয় রাজনীতিবিদ, প্রশাসক, শ্রমিক ও সমাজের প্রতিটি মানুষ। শিক্ষকদের কর্মপ্রচেষ্টা ও আদর্শই নির্ধারণ করে জাতির ভবিষ্যৎ।”
তিনি আরও বলেন, “আমি এখনো আমার শিক্ষকদের দেখলে অটোমেটিকভাবে পায়ে হাত চলে যায় সালাম দেওয়ার জন্য। আজকের প্রজন্মের মধ্যে সেই শ্রদ্ধাবোধ কিছুটা হারিয়ে গেছে—এটি আমাদের সবার ভাবনার বিষয়। শিক্ষকদের মাধ্যমেই সেই সম্মান ও মানবিক মূল্যবোধ সমাজে ফিরিয়ে আনা সম্ভব।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং সম্মানজনক সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুবিধা বৃদ্ধি জরুরি।