শেরপুর, বগুড়া, ৫ আগস্ট ২০২৫: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর উপজেলায় ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক বিশাল বিজয় ও আনন্দ মিছিলের আয়োজন করে। মঙ্গলবার (৫ আগস্ট) এই মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন এবং বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি তার বক্তব্যে বলেন, “হাসিনা পালিয়েছে, তার দোসররা এখনো আছে। আমরা দোসর মুক্ত বাংলাদেশ চাই।”
এই মিছিলটি ‘ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়’ হিসেবে পালিত হয়, যা ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং ভারতে পালিয়ে যাওয়ার ঘটনার স্মরণে আয়োজিত হয়। মিছিলে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দ্রুত নির্বাচনের দাবি জানানো হয়।
মিছিলটি শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর বক্তব্যের মাধ্যমে পরিচালিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী।
এছাড়া, মিছিলে অংশ নেন বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতিরা, যার মধ্যে ছিলেন: কুসুম্বী ইউনিয়ন সভাপতি ফেরদৌস রহমান
গাড়িদহ ইউনিয়ন সভাপতি আব্দুল বাসেত, খামারকান্দি ইউনিয়ন সভাপতি কায়কোবাদ, খানপুর ইউনিয়ন সভাপতি তবিবুর রহমান, মির্জাপুর ইউনিয়ন সভাপতি মহসিন আলী, বিশালপুর ইউনিয়ন সভাপতি আব্দুল মজিদ, ভবানীপুর ইউনিয়ন সভাপতি আব্দুল বারী, শাহবন্দী ইউনিয়ন সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল ।
শেরপুর পৌর বিএনপির উদ্যোগে আরেকটি মিছিল বের হয়, যেখানে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
এছাড়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুউদ্দৌলা মামুন এবং পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুল করিমের নেতৃত্বে আরেকটি বিশাল মিছিল বের হয়। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও পৃথক পৃথক মিছিলে অংশ নেন।
মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খেজুরতলা থেকে শুরু হয়ে ধুনট মোরে ইউ-টার্ন নিয়ে উপজেলা মোর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এই আয়োজনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র গণআন্দোলনের ফলে শেখ হাসিনার পদত্যাগের স্মরণে পালিত হয়।