বগুড়ার শেরপুর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল এবং দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শেরপুর শহরের একটি বাস কাউন্টারে অবস্থানকালে স্থানীয় বিএনপি সমর্থকরা তাকে শনাক্ত করে পুলিশে খবর দেয়। শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোহেল রানাকে গ্রেপ্তার করে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, বিএনপির মিছিলে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় সোহেল রানার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার এড়াতে সোহেল রানা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত সোহেল রানাকে আগামীকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। একই সাথে, এই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।