শেরপুর, ১৮ জুলাই ২০২৫: “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” — এই মানবিক ও সচেতনতামূলক স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার সকাল ৯টায় শেরপুর উপজেলার ধুনট মোড় ও খাদ্য গুদাম এলাকায় বিডি ক্লিন শেরপুর উপজেলা টিমের উদ্যোগে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এই অভিযান শুধু পরিবেশকে ময়লামুক্ত করার লক্ষ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও মানসিক পরিবর্তনের মাধ্যমে একটি উন্নত সমাজ গঠনের প্রয়াস ছিল।
দুপুর ১২টায় শেষ হওয়া এই অভিযানে স্থানীয় সুধীজন, শিক্ষার্থী, সাংবাদিক এবং তরুণ সমাজের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কার্যক্রমে নেতৃত্ব দেন বিডি ক্লিন বগুড়া জেলা সমন্বয়ক মোহাম্মদ রাকিব। উপস্থিত ছিলেন prstabit
(প্রস্তাবিত) শেরপুর উপজেলা উপ-সমন্বয়ক তৌহিদ রানা, সমন্বয়ক মোঃ আব্দুল হান্নান, সহকারী সমন্বয়ক মাহমুদুল হাসান মুজাহিদ ও মামুনুর রসীদ এবং আইটি ও মিডিয়া দায়িত্বে ছিলেন এনামুল হক। পরামর্শদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শফিকুল ইসলাম শিরু, ডা. মোহাম্মদ ইকবাল হোসেন, সাব-রেজিস্ট্রি অফিসের জাহিদ হাসান এবং এডুকেয়ার স্কুলের পরিচালক সুমন আরোবি।

শেরপুর উপজেলা সমন্বয়ক মোঃ আব্দুল হান্নান বলেন,
“আমরা শুধু ময়লা পরিষ্কার করছি না, আমরা মানুষের মনেও পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে চাই। আমাদের টিম স্বেচ্ছাশ্রমে কাজ করছে, কারণ আমরা বিশ্বাস করি পরিচ্ছন্নতা মানেই উন্নত ও মানবিক সমাজ।” তিনি জানান, এই ধরনের কার্যক্রম প্রতি সপ্তাহে অন্তত দুইবার অব্যাহত থাকবে।
পুরো কার্যক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ আশিক খান। তিনি বিডি ক্লিন টিমকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“পরিচ্ছন্নতা হচ্ছে নাগরিক দায়িত্ব। বিডি ক্লিনের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে উদ্বুদ্ধ করছে। উপজেলা প্রশাসন ও পৌরসভা সব সময় পাশে থাকবে।”
বিডি ক্লিনের এই উদ্যোগ নতুন প্রজন্মের মাঝে সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই ধরনের কার্যক্রম শুধু শেরপুর নয়, সারাদেশে পরিচ্ছন্নতা ও সামাজিক সচেতনতার একটি দৃষ্টান্ত স্থাপন করবে।