বগুড়ার শেরপুরে ভূমি সেবার মানোন্নয়ন ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে তিনি শেরপুর উপজেলা এসিল্যান্ড অফিসে উপস্থিত হলে প্রশাসনিক কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পর্যায়ের ভূমি সেবা, জনসেবামূলক কার্যক্রম, সেবা প্রদানের ধাপ এবং ভূমি অফিসের কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের ভোগান্তি ও সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং সরকারি সেবার মান বাড়াতে করণীয় বিষয়ে কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
পরে তিনি শেরপুর উপজেলায় আধুনিক ভূমি সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
“ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ সহজে সেবা পাবে, আর্থিকভাবে উপকৃত হবে এবং প্রযুক্তির সুবিধা গ্রহণ করতে পারবে। সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে এটি অগ্রণী ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, মাঠপর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের জনগণের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক খান, উপজেলা (ভূমি) সহকারী কমিশনার মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিক, সুধীজন ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। পরিদর্শন শেষে তিনি উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানও ঘুরে দেখেন।