
শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।
আজ শনিবার (০১ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে বগুড়ার শেরপুর পৌরসভার গোসাইবাড়ী কাচারীপাড়া এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শেরপুর থানার অফিসার ইনচার্জ জনাব এস. এম. মইনুদ্দিন ও এসআই রকিব হোসেন, সঙ্গে ছিলেন থানার অন্যান্য অফিসার ও ফোর্স সদস্যরা।
অভিযান চলাকালে পুলিশ একজন মাদকসেবী আসামিকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মনজুরুল আলম আসামিকে দণ্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামির নাম, মোঃ মিনাজ সরকার (৩৫), পিতা- মোঃ লাল সরকার, ঠিকানা- গোসাই কাচারী, উপজেলা- শেরপুর, জেলা- বগুড়া।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৫০ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।