বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ”মিনি জাফলং” হিসেবে খ্যাত বাঙালি নদীর ওপর নির্মিত জোরগাছা ব্রিজের নিচে গোসল করতে নেমে সাদাত হোসেন (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল, ২০২৫) সকাল সারে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। সাদাত শেরপুরের আরডিএ ল্যাব স্কুলের পদার্থ বিজ্ঞানের শিক্ষক ইকবাল হোসেনের একমাত্র সন্তান এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর থানার এসআই তোফাজ্জল হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাদাত তার কয়েকজন বন্ধুর সঙ্গে জোরগাছা ব্রিজের নিচে নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। তার সঙ্গীরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, জোরগাছা ব্রিজের নিচের নদীটি স্থানীয়দের কাছে জনপ্রিয় একটি স্পট হলেও এর পানি বেশ গভীর এবং স্রোতপ্রবণ। এর আগেও এখানে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। সাদাতের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।