বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি কলোনি এলাকায় হৃদয়বিদারক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ বছর বয়সী শিশু মাইসা। সে মামুনের মেয়ে। ব্রিহস্প্রতিবার (৮ মে) বিকেল ৪ টার দিকে বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় এক বেপরোয়া মোটরসাইকেল চালকের ধাক্কায় ছোট্ট শিশুটির জীবন থেমে যায় অকালে।
প্রত্যক্ষদর্শী ও বাদশা দোকানদার জানান, লাল রঙের একটি মোটরসাইকেল টুনিপাড়া থেকে গোসাইবাড়ি বটতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাদশার দোকানের সামনে রাস্তা পার হচ্ছিল শিশু মাইসা। এ সময় চালক শুভ (২৮) নিয়ন্ত্রণহীন গতিতে এসে শিশুটিকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার পর মোটরসাইকেলটি মাইসার শরীরের উপর পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই চালক শুভ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ।