বগুড়ার শেরপুরে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনের আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বাড়ন্ত ষাঁড় বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ ) সকালে উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বাড়ন্ত ষাঁড় বাছুর বিতরণের আয়োজন করা হয়।
জানা যায়, উপজেলার তিনটি আদিবাসী সংগঠনের মাঝে বাড়ন্ত ষাঁড় বাছুর সমান ভাবে বন্টন হলেও। সংগঠনের কিছু নেতা বন্টনে বৈষম্য করেছে। এ নিয়ে অল্প অসন্তুষ্টি আছে। এমনটাই জানান উপজেলার এক নেতা।
উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো. নিয়ায কাযরীম রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান।
আরো উপস্থিত ছিলেন, শ্রী সন্তোস সিং বাবু সভাপতি, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটি। শ্রীকান্ত মাহাতো সভাপতি, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, বগুড়া জেলা শাখা ও বাংলাদেশ আদিবাসী ফোরাম শাখার নেতারা।
শেষে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর সুবিধাভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে আজ ৫০টি বাড়ন্ত ষাঁড় বাছুর ও প্রথম ধাপে ৪৬টা বকনা বাছুর সর্বমোট ৯৬ টি গরু বিতরণ করা হয়েছে এবং প্রথম ধাপে ১০০কেজি ও দ্বিতীয় ধাপে ১৫০কেজি করে গরুর দানাদার খাবার বিতরণ করা হয়।