1. dailybogratimes@gmail.com : admin :
শেরপুর-ধুনট মহাসড়কে বেড়েছে ছিনতাই, অভিযানে দুই যুবকের কারাদণ্ড - Daily Bogra Times
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্টা বার্ষিকী পালন শেরপুর-ধুনট মহাসড়কে বেড়েছে ছিনতাই, অভিযানে দুই যুবকের কারাদণ্ড বগুড়ায় বৈদ্যুতিক টাওয়ারে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের জন্য ক্ষতিপূরণ নোটিশ আমরা ভোটযুদ্ধ করবো, পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে – জি এম সিরাজ শেরপুরে ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের নির্দেশনায় অতিঃ বিভাগীয় কমিশনার শেরপুরে ১৭ কোটি টাকার রাস্তা নির্মাণ প্রকল্প, ৯২টি নতুন রাস্তার প্রস্তাব বগুড়ায় মৎস্য সপ্তাহের সমাপ্তি, দেশি মাছের উৎপাদনে জোর বিদ্যুৎস্পৃষ্টে শেরপুরে চিরনিদ্রায় গেলেন লিপি আক্তার বিডি ক্লিনের ৯ম জন্মদিন, শেরপুরে দুটি পরিচ্ছন্নতা অভিযান বগুড়ায় জুলাই মাসে ১৩ সড়ক দুর্ঘটনায় প্রান ঝরলো ১৪ জনের

শেরপুর-ধুনট মহাসড়কে বেড়েছে ছিনতাই, অভিযানে দুই যুবকের কারাদণ্ড

এনাম হকঃ-
  • আপডেট সময়ঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪ Time View
শেরপুর-ধুনট মহাসড়কে বেড়েছে ছিনতাই, অভিযানে দুই যুবকের কারাদণ্ড
print news

শেরপুর, বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চলমান থাকলেও ছিনতাইয়ের ঘটনায় জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি মাদকবিরোধী এক অভিযানে দুই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে, শেরপুর-ধুনট আঞ্চলিক মহাসড়কে মাত্র ১৮ দিনে পাঁচটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খানের নেতৃত্বে বোয়ালকান্দি ব্রিজ এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুই যুবককে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন চকখানপুর গ্রামের আবু রায়হান (২৫) এবং রনবীরবালা গ্রামের শ্রী বিকাশ চন্দ্র (২৯)। আদালত আবু রায়হানকে ৫০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, এবং বিকাশ চন্দ্রকে ৬০০ টাকা জরিমানা ও একই মেয়াদের কারাদণ্ড প্রদান করে। অভিযানে শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদিনের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে।

ovijan bogura

এদিকে, শেরপুর-ধুনট আঞ্চলিক মহাসড়কে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় পথচারীরা ভীতসন্ত্রস্ত। গত ১২ আগস্ট শালফা কলেজপাড়া এলাকায় ব্যবসায়ী রাশেদুল ইসলাম রূপম ছিনতাইয়ের শিকার হন। দুটি মোটরসাইকেলে আসা পাঁচজন দুষ্কৃতকারী তার পথরোধ করে নগদ ৮,০০০ টাকা, একটি আইফোন ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে পুলিশের টহল ও নজরদারির অভাব থাকায় এ ধরনের ঘটনা বাড়ছে। তারা প্রশাসনের কাছে নিয়মিত টহল ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews