1. dailybogratimes@gmail.com : admin :
শেরপুর পৌরসভার ৭৪ কোটি টাকার উন্নয়নকেন্দ্রিক বাজেট ঘোষণা - Daily Bogra Times
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
আমরা ভোটযুদ্ধ করবো, পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে – জি এম সিরাজ শেরপুরে ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের নির্দেশনায় অতিঃ বিভাগীয় কমিশনার শেরপুরে ১৭ কোটি টাকার রাস্তা নির্মাণ প্রকল্প, ৯২টি নতুন রাস্তার প্রস্তাব বগুড়ায় মৎস্য সপ্তাহের সমাপ্তি, দেশি মাছের উৎপাদনে জোর বিদ্যুৎস্পৃষ্টে শেরপুরে চিরনিদ্রায় গেলেন লিপি আক্তার বিডি ক্লিনের ৯ম জন্মদিন, শেরপুরে দুটি পরিচ্ছন্নতা অভিযান বগুড়ায় জুলাই মাসে ১৩ সড়ক দুর্ঘটনায় প্রান ঝরলো ১৪ জনের বাঙ্গালী নদীর ওপর নির্মিত হচ্ছে অত্যাধুনিক ৫০০ মিটার দীর্ঘ সেতু করতোয়া নদীতে নাব্যতা সংকট: ভাঙছে ঘরবাড়ি, তলিয়ে যাচ্ছে ফসলি জমি শেরপুরে রাস্তার কাজে নিম্নমানের খোয়া, সরানোর নির্দেশ

শেরপুর পৌরসভার ৭৪ কোটি টাকার উন্নয়নকেন্দ্রিক বাজেট ঘোষণা

এনাম হকঃ-
  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৯০ Time View
শেরপুর পৌরসভার ৭৪ কোটি টাকার উন্নয়নকেন্দ্রিক বাজেট ঘোষণা
print news

আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে শেরপুর পৌরসভা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭৩ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। সোমবার (১৪ জুলাই ) দুপুর ১২ টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাজেট সভায় পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক খান এই বাজেট ঘোষণা করেন। বাজেটে উন্নয়নকেন্দ্রিক বরাদ্দের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

১৮৭৬ সালে প্রতিষ্ঠিত ‘ক’ শ্রেণীর এ পৌরসভার মোট আয়তন ১০.৩৯৫ বর্গকিলোমিটার, মোট জনসংখ্যা প্রায় ৬১,১৪১ জনের জন্য বাজেট উন্নয়ন প্রকল্প বরাদ্দে রাস্তাঘাট, ড্রেনেজ, বিশুদ্ধ পানি সরবরাহ, আবাসন, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা, এবং কিচেন মার্কেট নির্মাণের মতো নাগরিক জীবনমান উন্নয়নের বেশ কিছু প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

Screenshot 5 1

এডিপি প্রকল্পের আওতায় ১ কোটি ৫৯ লাখ টাকা ব্যায়ে উন্নয়ন কাজ চলমান রয়েছে। কোভিড-১৯ রিকভারি প্রকল্পের আওতায় ২ কোটি ৩২ লাখ টাকা ব্যায়ে ৬টি প্রকল্প বাস্তবায়নাধীন, আরও ৩ কোটি টাকার বরাদ্দ প্রত্যাশা করছে পৌরসভা। (আর ইউ আই টি ডি পি) প্রকল্পের আওতায় ১৯ কোটি ৩১ লাখ টাকা ব্যায়ে ২.৬ কিলোমিটার রাস্তা, ১১টি ড্রেন, এবং ১৩টি লিংক রোড সংস্কারের কাজ চলবে। আই ইউ আই ডি পি প্রকল্প- ৩ এর আওতায় ২৪ কোটি টাকার উন্নয়ন প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়।

বাজেটে মোট আয় ধরা হয়েছে ৭৩ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকা, যার মধ্যে রাজস্ব খাতে ৭ কোটি ৭৬ লাখ টাকা এবং বাকিগুলো সরকারি উন্নয়ন সহায়তা ও প্রকল্প অনুদান থেকে আসবে। মোট ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি ৫৫ লাখ ৬৯ হাজার টাকা।

অন্যান্য উদ্যোগের মধ্য, টিআর প্রকল্পের আওতায় শিশু পার্কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। ৯টি ওয়ার্ডে স্থায়ী ডাস্টবিন নির্মাণ পরিকল্পনা। হরিজন সম্প্রদায়ের জন্য ১০ কোটি টাকা ব্যয়ে ৬ তলা আবাসিক ভবন নির্মাণ। ৫ তলা আধুনিক কিচেন মার্কেট উদ্বোধনের অপেক্ষায়। বারদুয়ারি হাটে ২০টি নতুন দোকান বরাদ্দ প্রক্রিয়াধীন।

শেরপুর পৌর প্রশাসক মোঃ আশিক খান বলেন, “এই বাজেট বাস্তবায়িত হলে শেরপুর পৌরসভা একটি স্মার্ট, পরিচ্ছন্ন, ও নাগরিকবান্ধব শহরে রূপান্তরিত হবে। আমরা কর বৃদ্ধির পরিবর্তে করের আওতা বাড়িয়ে অর্থ সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছি।”

সভায় উপস্থিতি ছিলেন, শেরপুর পৌরসভার প্রশাসকের কর্ম সম্পাদনে সহায়তা কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দীন, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সমাজসেবা কর্মকর্তা ওবাইদুল হক, নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, এবং হিসাবরক্ষণ কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও সাংবাদিকবৃন্দ ছিলেন। সভায় প্রশ্নউত্তর পর্বে সংবাদিকরা বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ প্রদান করেন। পৌর প্রশাসক আশিক খান প্রশ্নের উত্তর দেন ও পরামর্শ গ্রহন করেন।

শেরপুর পৌরসভা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭৩ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে, যার লক্ষ্য আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়া। সোমবার দুপুর ১২টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাজেট সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক খান এই বাজেট ঘোষণা করেন। বাজেটে নাগরিক জীবনমান উন্নয়নে রাস্তাঘাট, ড্রেনেজ, বিশুদ্ধ পানি সরবরাহ, আবাসন, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা, এবং কিচেন মার্কেট নির্মাণের মতো উন্নয়ন প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews