1. dailybogratimes@gmail.com : admin :
সাঁথিয়ায় পূর্ববিরোধের জেরে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগে ৮ জন আটক   - Daily Bogra Times
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়া ও শেরপুরে কৃষি জমির হ্রাস: জনসংখ্যার চাপে বাড়ছে আবাসন শেরপুরে জামাত নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ লাখ টাকার সম্পদ লুট, অচেতন নবজাতকসহ পরিবারের সদস্যরা শেরপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো ভবানীপুর ইউনিয়ন একাদশ বাঙালি ও করতোয়া নদীর ভাঙনে শেরপুরে বিলীন হুমকিতে ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়ার শেরপুরে জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ করোতোয়া নদীতে গোসল করতে নেমে শেরপুরে স্কুলছাত্রীর মৃত্যু বগুড়ার শেরপুরে বৃদ্ধের আত্মহত্যা বগুড়ার শেরপুরে মোটরসাইকেলে আগুন, নারীসহ একজন গ্রেফতার শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান: পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

সাঁথিয়ায় পূর্ববিরোধের জেরে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগে ৮ জন আটক  

মনসুর আলম খোকন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View
সাঁথিয়ায় পূর্ববিরোধের জেরে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগে ৮ জন আটক  
print news

মনসুর আলম খোকন,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় পূর্ববিরোধের জের ধরে হামলা,বাড়িঘর ভাংচুর ও নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাত ৩ টার দিকে উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৭জনকে নামীয় আসামিসহ অজ্ঞাত ১০/১৫ জনের নামে মামলা হয়েছে। 

আটককৃতরা হলো উপজেলার সোনাতলা গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে মুকুল হোসেন,আজগর আলীর ছেলে ফুলচাঁদ মিয়া ও খোকন, মৃত আলা বক্সের ছেলে রতন মিয়া, ইদ্রিস আলীর ছেলে সরোয়ার, নজরুল ইসলামের ছেলে সায়েদুর রহমান, পুঁঠিপাড়া গ্রামের গোলাপ শেখের ছেলে আব্দুল কাদের।

থানায় এজাহার সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার ভোররাত ৩ টার দিকে সোনাতলা মধ্যপাড়ার খোকন, নজরুল, নান্নু, ফুলচাঁদ, রতন মিয়াসহ প্রায় ৩০/৪০জনের একটি সংঘবদ্ধ দল চাইনিজ কুড়াল, হাসুয়া, রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের বকুল হোসেন মিস্ত্রির বাড়িতে হামলা করে। এ সময় তার ঘরের বেড়ার টিন ভাংচুর করে এবং ঘরে ঢুকে শোকেসের ড্রয়ার ভেঙ্গে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় বকুলের ভাতিজা নুর মোহাম্মদ ঠেকাতে গেলে তাকে মারপিট করে গুরুতর আহত করে এবং বকুল হোসেনের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। এছাড়া তারা ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় বকুল হোসেনের ভাতিজা সবুজ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। যার জিআর নং-৪৩, তারিখ ২০/০২/২০২৫।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews