1. dailybogratimes@gmail.com : admin :
সাপাহারে গভির রাতে নির্বাহী অফিসারের শীতবস্ত্র বিতরণ - Daily Bogra Times
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
উত্তরাঞ্চলের কলা রাজধানী নয়মাইল হাট, সপ্তাহে বিক্রি ২০ লক্ষ টাকা বগুড়ার ৭ উপজেলা সড়ক দুর্ঘটনার হটস্পট ধান কেটে আলুর মাঠে কৃষক, আগাম আলুর সঙ্গে নতুন প্রত্যাশা ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে শেরপুরে এএমআর সচেতনতা কর্মসূচি শেরপুরে চেম্বারে ঢুকে হামলা, ডাক্তারের হাতে ডাক্তার আহত! শেরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের শেরপুরে নবাগত ইউএনও’র সঙ্গে আদিবাসী ছাত্র পরিষদের শুভেচ্ছা মেধার লড়াইয়ে শীর্ষে শেরউড, এইচএসসি ফলাফলে মিশ্র ছবি শেরপুরে শেরপুরে নতুন ইউএনও মনজুরুল আলমের দায়িত্ব গ্রহণ দুর্নীতির দায়ে শেরপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

সাপাহারে গভির রাতে নির্বাহী অফিসারের শীতবস্ত্র বিতরণ

বাবুল আকতার:-
  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩১৫ Time View
সাপাহারে গভির রাতে নির্বাহী অফিসারের শীতবস্ত্র বিতরণ
print news

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “মানুষ মানুষের জন্য” কথাটির গুরুত্ব উপলদ্ধি করে গভীর রাতে অসহায় ছিন্নমুল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নবাগত সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। 

তিনি সাপাহারে যোগদান করেই  এই মহতি কাজের মধ্য দিয়ে মানবিক কাজের শুভ সূচনা করলেন।

শনিবার দিবাগত গভীর রাতে তিনি উপজেলা পরিষদের গাড়ি নিয়ে উপজেলার আইহাই ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও মোড়ে মোড়ে গিয়ে শতাধিক অসহায় শীতার্থ ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল প্রদান করেন। গভীর রাতে নির্বাহী অফিসারের দেয়া কম্বল পেয়ে  উপকার ভোগীরা মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন ও  নির্বাহী অফিসারের জন্য দোয়া প্রার্থনা করেন।

উপজেলার আশড়ন্দ বাজারের  হত দরিদ্র অসহায় বৃদ্ধা সালেহা বিবি জানান যে, মুই কুনো দিন মনে করিনি যে এত আতোত (রাতে) মোক নিন্দোত থাকি ডাকি তুলি কেউ এখনা কম্বল দিবি (দেবে)। মোক যে কম্বল দিলো আল্লাহ যেন তার ভাল করে।

এবিষয়ে নির্বাহী অফিসার সেলিম আহমেদ বলেন যে, কয়েক দিন হল আমি সীমান্তবর্তী সাপাহার উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছি। এরই মধ্যে দেখলাম যে এই অঞ্চলে শীত একটু বেশী দিনের বেলায় অসংখ্য দরিদ্র মানুষ অফিসে এসে শীত বস্ত্রের জন্য ভিড় করছে। অফিসের মধ্যে শীতবস্ত্র দিতে গেলে হয়তো একটু গোলমাল হয়ে যেতে পারে তাই খুজে খুজে প্রকৃত অসহায় ও শীতার্থ মানুষের মাঝে শীবস্ত্র গুলো পৌঁছে দেয়ার উদ্দেশ্যেই গভীর রাতে এই শীতবস্ত্র বিতরণ অভিযান। প্রকৃত অসহায় হত দরিদ্র শীতার্ত ছিন্নমূল  মানুষ খুজে তাদের হাতে সরকারীভাবে একটি করে শীতবস্ত্র তুলে দিতে পেরে আমিও নিজকে খুব ধন্য মনে করছি।

কোন জানাজনি বা সোরগোল না করে সকলের অজান্তে গভির রাতে প্রকৃত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করায় নবাগত নির্বাহী অফিসার সেলিম আহমেদ কে উপজেলাবাসী ধন্যবাদ জানিয়েছেন।  

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, অতিরিক্ত কৃষি সম্প্রচার অফিসার মনিরুজ্জামান টকি, পিআইও মাইদুল ইসলাম তার সাথে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews