1. dailybogratimes@gmail.com : admin :
স্থানীয় পরিবেশক ও খামারিদের নিয়ে বগুড়ায় আফতাব ফিড প্রোডাক্টসের কর্মশালা - Daily Bogra Times
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম

স্থানীয় পরিবেশক ও খামারিদের নিয়ে বগুড়ায় আফতাব ফিড প্রোডাক্টসের কর্মশালা

এনাম হকঃ-
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৬ Time View
স্থানীয় পরিবেশক ও খামারিদের নিয়ে বগুড়ায় আফতাব ফিড প্রোডাক্টসের কর্মশালা
print news

বগুড়ায় অনুষ্ঠিত হলো আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের আয়োজনে “আফতাব রিজিওনাল মিট”। ২৩ নভেম্বর ২০২৫ তারিখে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন এলাকার ডিলার, পরিবেশক ও খামারিরা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সিএফও মোহাম্মদ মাহমুদ হাসান, সিএফএ। তিনি বলেন, খামারি ও পরিবেশকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোই আফতাবের মূল উদ্দেশ্য, যাতে মাঠপর্যায়ে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা যায়। একই সঙ্গে তিনি নিরাপদ, মানসম্মত, এন্টিবায়োটিক ও হরমোনমুক্ত ফিড উৎপাদনে আফতাবের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Aftab feed product

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরএসএম আব্দুস শাকুর। তিনি মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আধুনিক পুষ্টিবিজ্ঞানের সঙ্গে খামারিদের বাস্তব অভিজ্ঞতা একত্র হলে উৎপাদন আরও বাড়বে এবং জাতীয় অর্থনীতিও হবে শক্তিশালী।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. মেহেবুবুল ইসলাম, নিউট্রিশনিস্ট আবু সাইদ আকাশ, জাতীয় বিক্রয় সমন্বয়ক লিটন হোসেনসহ রাজশাহী সেলস টিমের সদস্যরা। তারা খামারিদের বিভিন্ন সমস্যার সমাধান, খাদ্যের গুণগত মান, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আফতাবের এই রিজিওনাল মিটকে অংশগ্রহণকারীরা স্বাগত জানিয়ে বলেন, মাঠপর্যায়ে এমন উদ্যোগ খামারিদের উৎসাহ ও দক্ষতা বাড়ায়। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি চাঙা করা ও নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদনে এটি বড় ভূমিকা রাখবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews