হিলি (দিনাজপুর) প্রতিবেদক: তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। প্রকার ভেদে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি হিসেবে। দেশের বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ শুরু করায় বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম বলছেন, ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতারা।
গত শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে হিলি পেঁয়াজ বাজার ঘুরে জানা যায়, তিন দিন আগে খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছিলো ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে, আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি হিসেবে।
দেশের দক্ষিণ অঞ্চল পাবনা, ফরিদপুর ও নাটোরে উৎপাদন হয়ে থাকে পেঁয়াজ। বর্তমান ঐসব এলাকায় পর্যাপ্ত উৎপাদন সহ মোকামগুলোতে রয়েছে প্রচুর আমদানি। কিন্তু দেশের বিভিন্ন স্থানের বড় পেঁয়াজ ব্যবসায়ীরা তারা শুরু করেছে পেঁয়াজের মজুদ। যার কারণে মোকামেই বেড়ে গেছে পেঁয়াজের দাম। হঠাৎ লাগামহীন দাম বাড়ায় ক্ষোপের সৃষ্টি হয়েছে সাধারণ ক্রেতাদের।
একজন সাধারণ ক্রেতা আনছার হোসেন বলেন, শুনেছি এবার দেশে প্রচুর পেঁয়াজের আবাদ হয়েছে। গত রমজান মাসেও পেঁয়াজের দাম বাড়েনি। তাহলে এখন কেন দাম বাড়বে? আমার মনে হয় এসব ব্যবসায়ীদের কারসাজি। আমি মনে করি প্রশাসন প্রতিনিয়ত বাজার মনিটরিং করলে দান স্বাভাবিক থাকবে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা অটো চলক রফিকুল ইসলাম বলেন, দেশতো এখন মগের মুল্লুক। এক সপ্তাহ আগে মাত্র ৩০ টাকা কেজি কিনে নিয়ে গেছি। আজ সেই পেঁয়াজ ৫০ টাকা কেজি কিনতে হলো। এটা কেমন কথা?
হিলি বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, মোকামে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ায় ক্রেতাদের সাথে আমরাও বিপাকে পড়েছি। মোকামে আমরা পেঁয়াজ কিনতে পাত্তাই পাচ্ছি না। কেননা বড় বড় ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ করার লক্ষে তারা বর্তমান বেশি দাম ৪৮ থেকে ৫০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনছে। তাদের কারণে আমাদেরও ঐদামে পাইকারি কিনছি এবং বর্তমান খুচরা ও ঐদামে বিক্রি করছি।