
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদন:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এক যুবকের অদ্ভুত শখ দেখে চমকে যাবে যে কেউ! ৪০ বছর বয়সী অরুণ কুমার সরকার গত ৩৩ বছর ধরে বাম হাতের নখ একবারও কাটেননি। ফলে তার আঙুলের নখ এখন ১৫ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে গাছে ডালের মতো বেঁকে গেছে!
অনামিকা আঙুল: ১৫ ইঞ্চি (সবচেয়ে লম্বা!), কনিষ্ঠা আঙুল: ১৩ ইঞ্চি, মধ্যমা আঙুল: ১১ ইঞ্চি, তর্জনি আঙুল: ২ ইঞ্চি ওবৃদ্ধাঙ্গুল: ১.৫ ইঞ্চি লম্বা।
১৯৯৩ সালে, চতুর্থ শ্রেণিতে পড়ার সময় একদিন নখ না কাটায় শিক্ষক তাকে ডांটা দেন। সেই থেকে জিদ বসে যায়—তিনি ঠিক করেন, বাম হাতের নখ আর কাটবেন না! প্রথমে পরিবার-শিক্ষকরা বাধা দিলেও এখন সবাই তার এই অস্বাভাবিক শখ মেনে নিয়েছেন।
অরুণ "কান্না ডিজিটাল ফটো স্টুডিও" নামে একটি দোকান চালান, যেখানে ফটোগ্রাফি, বিকাশ সার্ভিস ও মোবাইল রিচার্জ-এর কাজ করেন। তিনি বিয়ে করেছেন, একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। নখের কারণে কাজে কিছু অসুবিধা হলেও তিনি এখন অভ্যস্ত।
তার এই অবিশ্বাস্য নখ দেখতে প্রতিদিনই লোকজন ভিড় জমান। অনেকেই ফটো তোলেন, আবার কেউ কেউ প্রশ্ন করেন—"এত লম্বা নখ নিয়ে কীভাবে কাজ করেন?"
চিকিৎসকরা বলছেন, এত লম্বা নখে জীবাণু জমতে পারে, এমনকি আঙুলেরও ক্ষতি হতে পারে। তাই নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।
"এ নখ আমার গর্ব! কখনোই কাটব না। মানুষ আমাকে এই নখের জন্যই চেনে!"
অরুণ কুমারের এই অদ্ভুত শখ তাকে এলাকায় বিখ্যাত করে তুলেছে। তবে, সুস্থ থাকতে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখাটাও জরুরি!