1. dailybogratimes@gmail.com : admin :
ছাত্র ইউনিয়ন সরকারি আজিজুল হক কলেজ আহ্বায়ক কমিটি গঠিত - Daily Bogra Times
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
উত্তরাঞ্চলের কলা রাজধানী নয়মাইল হাট, সপ্তাহে বিক্রি ২০ লক্ষ টাকা বগুড়ার ৭ উপজেলা সড়ক দুর্ঘটনার হটস্পট ধান কেটে আলুর মাঠে কৃষক, আগাম আলুর সঙ্গে নতুন প্রত্যাশা ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে শেরপুরে এএমআর সচেতনতা কর্মসূচি শেরপুরে চেম্বারে ঢুকে হামলা, ডাক্তারের হাতে ডাক্তার আহত! শেরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের শেরপুরে নবাগত ইউএনও’র সঙ্গে আদিবাসী ছাত্র পরিষদের শুভেচ্ছা মেধার লড়াইয়ে শীর্ষে শেরউড, এইচএসসি ফলাফলে মিশ্র ছবি শেরপুরে শেরপুরে নতুন ইউএনও মনজুরুল আলমের দায়িত্ব গ্রহণ দুর্নীতির দায়ে শেরপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ছাত্র ইউনিয়ন সরকারি আজিজুল হক কলেজ আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়া প্রতিনিধিঃ-
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ Time View
ছাত্র ইউনিয়ন সরকারি আজিজুল হক কলেজ আহ্বায়ক কমিটি গঠিত
print news

আজ সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি আজিজুল হক কলেজ সংসদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি আরমানুর রশিদ আকাশ। বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক জয় ভৌমিকের সঞ্চালনায় সভায় আলোচনা করেন ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান, দপ্তর সম্পাদক আফ্রিক হাসান, ক্রিড়া সম্পাদক আব্দুল হামিদ সুজন প্রান্ত প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে জয় ভৌমিককে আহ্বায়ক ও সাফিউল হাসান সাফিকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি আজিজুল হক কলেজ শাখা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সানজানা মেহজাবিন প্রাপ্তি, তৌহিদুল ইসলাম, সুমাইয়া আক্তার, দ্বীন মোহাম্মাদ সজীব, আতিকা তাসফিয়া।

কমিটিতে ৪ টি পদ ফাঁকা রাখা হয়েছে যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করা হবে।

সভার শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদ ও ছাত্র অধিকার আদায়ের লড়াইয়ে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিগত কমিটির সভাপতি আরমানুর রশিদ আকাশ।

কালবিলম্ব না করে দ্রুততম সময়ে সারাদেশে পাঠ্যপুস্তক পৌঁছে দেয়া, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা সুনির্দিষ্ট করে হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত বিচার করা, গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন করা, কাগজ-কলম সহ সকল শিক্ষা উপকরণের দাম কমানো, বগুড়ায় বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণা বাস্তবায়ন, বগুড়াসহ সারাদেশে শিক্ষার্থীদের জন্য হাফ পাসের ব্যবস্থাকরণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন প্রদান, বগুড়ার স কল কলেজের বন্ধ হল চালু ও নতুন হল নির্মাণের দাবি জানানো হয় সভা থেকে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews