1. dailybogratimes@gmail.com : admin :
২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ যুগ্ম সচিবকে ওএসডি - Daily Bogra Times
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
বগুড়া ও শেরপুরে কৃষি জমির হ্রাস: জনসংখ্যার চাপে বাড়ছে আবাসন শেরপুরে জামাত নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ লাখ টাকার সম্পদ লুট, অচেতন নবজাতকসহ পরিবারের সদস্যরা শেরপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো ভবানীপুর ইউনিয়ন একাদশ বাঙালি ও করতোয়া নদীর ভাঙনে শেরপুরে বিলীন হুমকিতে ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়ার শেরপুরে জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ করোতোয়া নদীতে গোসল করতে নেমে শেরপুরে স্কুলছাত্রীর মৃত্যু বগুড়ার শেরপুরে বৃদ্ধের আত্মহত্যা বগুড়ার শেরপুরে মোটরসাইকেলে আগুন, নারীসহ একজন গ্রেফতার শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান: পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ যুগ্ম সচিবকে ওএসডি

নিউজ ডেস্কঃ-
  • আপডেট সময়ঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View
২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ যুগ্ম সচিবকে ওএসডি
print news

বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে দায়িত্বে থাকা ৩৩ যুগ্ম সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। তারা ২০১৮ সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে পাঁচটির প্রতিটিতে ছয়জন করে এবং একটিতে তিনজন কর্মকর্তাকে ওএসডি করার কথা জানানো হয়েছে। তবে কি কারণে তাদের ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

যাদের ওএসডি করা হয়েছে-

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. মতিউল ইসলাম চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সাবিনা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আতাউল গনি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সংযুক্ত) আবু আলী মো. সাজ্জাদ হোসেন, যুগ্ম-সচিব কাজী এমদাদুল ইসলাম এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম-সচিব এস এম মোস্তফা কামালকে ওএসডি করা হয়েছে।

এছাড়া ওএসডি হয়েছেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অঞ্জন চন্দ্র পাল, পরিকল্পনা বিভাগের যুগ্ম-প্রধান (সংযুক্ত) মোছা. সুলতানা পারভীন, একটি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব (যুগ্ম-সচিব) মো. শহিদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল হোসেন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব মো. আলী আকবর।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. দাউদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মাজেদুর রহমান খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ জেড এম নুরুল হক, বাংলাদেশ রাবার বোর্ডের পরিচালক (যুগ্ম-সচিব) এস এম আজিয়র রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব (যুগ্ম-সচিব) মো. মাসুদ আলম সিদ্দিক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব গোপাল চন্দ্র দাশকে ওএসডি করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (যুগ্মসচিব) কবীর মাহমুদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (যুগ্মসচিব) মাহমুদুল আলম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (যুগ্মসচিব) হায়াত-উদ-দৌলা খাঁনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশালের আঞ্চলিক পরিচালক (যুগ্মসচিব) মো. আবুল ফজল মীর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য-পরিচালক (যুগ্মসচিব) মঈন উল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মো. ওয়াহিদুজ্জামান, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সংযুক্ত) এ কে এম মামুনুর রশিদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) এস, এম, আব্দুল কাদের, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর সদস্য (যুগ্মসচিব) ড. কে এম কামরুজ্জামান সেলিম ওএসডি হয়েছেন।

একই সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী আবু তাহের, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মিজানুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (যুগ্মসচিব) মোহাম্মদ আব্দুল আহাদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) আনার কলি মাহবুব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য (যুগ্মসচিব) সৈয়দা ফারহানা কাউনাইন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মাহমুদুল কবীর মুরাদকে ওএসডি করা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews