1. dailybogratimes@gmail.com : admin :
সলঙ্গায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও খড়ের গাদায়  আগুন দেওয়ার  অভিযোগ  - Daily Bogra Times
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শেরপুরে জামাত নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ লাখ টাকার সম্পদ লুট, অচেতন নবজাতকসহ পরিবারের সদস্যরা শেরপুরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো ভবানীপুর ইউনিয়ন একাদশ বাঙালি ও করতোয়া নদীর ভাঙনে শেরপুরে বিলীন হুমকিতে ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়ার শেরপুরে জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ করোতোয়া নদীতে গোসল করতে নেমে শেরপুরে স্কুলছাত্রীর মৃত্যু বগুড়ার শেরপুরে বৃদ্ধের আত্মহত্যা বগুড়ার শেরপুরে মোটরসাইকেলে আগুন, নারীসহ একজন গ্রেফতার শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান: পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ভলকার তুর্ক ‘মার্কিন-ইউরোপীয় এজেন্ট’- ভেনেজুয়েলার প্রেসিডেন্টের অভিযোগ

সলঙ্গায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও খড়ের গাদায়  আগুন দেওয়ার  অভিযোগ 

মোরশেদ মুন্নাঃ-
  • আপডেট সময়ঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৭১ Time View
সলঙ্গায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও খড়ের গাদায়  আগুন দেওয়ার  অভিযোগ 
print news

সলঙ্গা ( সিরাজগন্জ) প্রতিনিধি – সিরাজগন্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার কালিবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও  খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

অভিযোগ সুত্রে জানাজায়,  চরিয়া কালিবাড়ি এলাকার মৃত আকবর আলীর ছেলে মোঃ বেল্লাল হোসেনের (৪৫) এর সাথে প্রতিবেশী  ভাই ও ভাতিজা জামাল উদ্দিন ( ৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেন (৪০) এর দীর্ঘদিন সিমানা ও জমি সংসক্রান্ত বিরোধ চলে আসছিল। 

গত ৮ই মার্চ ২০২৫ ইং রাত অনুমানিক ১১.৪০ এর দিকে আনোয়র হোসেন(৪০), জামাল উদ্দিন(৬৫),  আনোয়ারের স্ত্রী আনিজা খাতুন (৩৫),  আনোয়ারা খাতুন (৬০) সহ বেশকয়েকজন বেলালের বাড়িতে হামলা চালিয়ে  মারপিট ও লুটপাট করে নগদ টাকাপায়সা নিয়ে যাওয়ার সময় পেট্টোল ডিজেল দিয়ে খড়ের পালায় আগুন লাগিয়ে চলে যায়।

এসময় তাদের চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

IMG 20250309 WA0001

এ ব্যাপারে ভুক্তভোগী বেলাল হোসেন (৪৫) বাদী হয়ে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

ভুক্তভোগী বেলাল হোসেন  ও তার পরিবারের লোকজন জানান,  আনোয়ার এবং আনোয়ারের স্ত্রী আনিজা খাতুনের এলাকার কারোরই খাতির নেই। তাদের সাথে অনেকেরই দন্ড লেগেই থাকে। তাদের অতিরিক্ত উগ্র আচরণ ও ভাষা খারাপের জন্য সবাই তাদের দেখে ভয় পায়। আনিজা আমাদের জায়গা দিয়ে বাথরুমের নোংরা পানি গড়ায় আবার খরের গাদা থেকে খড় খুলে নিয়ে গিয়ে তাদের গরুকে খাওয়ায়। কিছু বলতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে আসে। 

বিকালে এনিয়ে কথাকাটাকির জেরে রাতে অতর্কিত হামলা চালিয়ে মারিট লুটপাট  করে যাওয়ার সময় খরের পালায় আগিন লাগিয়ে দেয়। এ সময় এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিভাতে না পারলে এখানে প্রায় ৫ থেকে ৬ টি পরিবার একদম শেষ হয়ে যেত। তারা আমাদের হত্যার উদ্দেশ্য আগুন লাগিয়ে দেয়। আমরা প্রশসশনের কাছে এর উপযুক্ত বিচার দাবি করছি। 

এ বিষয়ে,  কথা বলতে আনোয়ার এর বাড়িতে গেলে কাউকেউ খুজে পাওয়া যায় নি ।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত  তদন্ত কর্মকর্তা, মনোজ কুমার নন্দী জানান, রাতে অগ্নিকান্ডের ঘটনা শুনেছি,  অসাবধানতার বশেও হতে পারে, অভিযোগ দিয়ে থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews