1. dailybogratimes@gmail.com : admin :
সৌদিতে ২৯ রমজানে ঈদের চাঁদ : কুয়েতের বিজ্ঞান কেন্দ্র - Daily Bogra Times
শনিবার, ১০ মে ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আজ রাতেই আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ? নাহিদ ইসলামের ঘোষণা! পাকিস্থানি ক্ষেপণাস্রে কাঁপছে ভারত, ব্ল্যাকআউটের বিস্তীর্ণ এলাকা শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু নূরে মাদিনা মাদ্রাসার মানবিক উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প — দুইশতাধিক রোগী পেলো চিকিৎসা ও ওষুধ খালেদা জিয়ার প্রত্যাবর্তনে রাজনৈতিক উত্তাপ, সরকারের ওপর বাড়ছে চাপ পাকিস্তানের গোলাবর্ষণে নিহত ৩ ভারতীয় ভারত-পাকিস্তান উত্তেজনা: যুক্তরাষ্ট্রের নিবিড় পর্যবেক্ষণ, সংঘাতের আশঙ্কা ভারত-পাকিস্তান যুদ্ধঃ ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের জীবিকার তাগিদে বগুড়ার চাষিদের ধান চাষ, লাভের অংক প্রায় শুন্য শেরপুরে ট্রাক চুরির ঘটনায় ১৩ লাখ টাকার মাছের ফিড উদ্ধার, গ্রেফতার ৩

সৌদিতে ২৯ রমজানে ঈদের চাঁদ : কুয়েতের বিজ্ঞান কেন্দ্র

নিউজ ডেস্কঃ-
  • আপডেট সময়ঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৪৩ Time View
সৌদিতে ২৯ রমজানে ঈদের চাঁদ : কুয়েতের বিজ্ঞান কেন্দ্র
print news

কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, এ বছর মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথমদিন হবে আগামী ৩০ মার্চ। ওইদিন ইসলামের প্রাণ কেন্দ্র সৌদি আরব এবং কুয়েতে আকাশে চাঁদটি মাত্র ৮ মিনিট থাকবে। এতে সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য; কিন্তু অসম্ভব হবে না

জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব-নিকাশ থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

তারা বলেছে, আগামী ২৯ মার্চ শনিবার দুপুর ১টা ৫৭ মিনিটে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উঠবে। কিন্তু দক্ষিণপূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে। এতে করে এই দেশগুলোয় ওইদিন ঈদ শুরু হবে না। দক্ষিণপূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে। কিন্তু তারা হয়ত ৩০টি রমজান পূর্ণ করবে।

কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি আরও বলেছে, কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদটি ৪ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব স্ব দেশের চাঁদ দেখা কমিটি।

এর আগে অবশ্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ জানিয়েছিল অন্য তথ্য। তারা বলেছিল, এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আর ৩১ মার্চ পালিত হবে খুশির ঈদ। সংস্থাটি বলেছে, “আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।”

যদি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র ও মহিমান্বিত এ মাস। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে এবার বাংলাদেশের মানুষ ১ এপ্রিল ইদ পালন করবেন। আর আমিরাত ও সৌদিতে যদি ২৯ মার্চ চাঁদ দেখা যায় তাহলে এর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার সম্ভাবনা বেড়ে যাবে।

সূত্র: আরব টাইমস কুয়েত

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews