1. dailybogratimes@gmail.com : admin :
রাজশাহী বিএমডিএ'র ইডি পদ দখল  - Daily Bogra Times
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
উত্তরাঞ্চলের কলা রাজধানী নয়মাইল হাট, সপ্তাহে বিক্রি ২০ লক্ষ টাকা বগুড়ার ৭ উপজেলা সড়ক দুর্ঘটনার হটস্পট ধান কেটে আলুর মাঠে কৃষক, আগাম আলুর সঙ্গে নতুন প্রত্যাশা ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে শেরপুরে এএমআর সচেতনতা কর্মসূচি শেরপুরে চেম্বারে ঢুকে হামলা, ডাক্তারের হাতে ডাক্তার আহত! শেরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের শেরপুরে নবাগত ইউএনও’র সঙ্গে আদিবাসী ছাত্র পরিষদের শুভেচ্ছা মেধার লড়াইয়ে শীর্ষে শেরউড, এইচএসসি ফলাফলে মিশ্র ছবি শেরপুরে শেরপুরে নতুন ইউএনও মনজুরুল আলমের দায়িত্ব গ্রহণ দুর্নীতির দায়ে শেরপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

রাজশাহী বিএমডিএ’র ইডি পদ দখল 

মো: সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:  -
  • আপডেট সময়ঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৯৩ Time View
রাজশাহী বিএমডিএ'র ইডি পদ দখল 
print news

মো: সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:  বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) তত্ত্বাববধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ট। একাধিক অনুষ্ঠানে তাদের দেখা গেছে। আওয়ামী লীগের ছত্রছায়ায় ঠাকুরগাঁওয়ে প্রকল্প পরিচালক (পিডি) ছিলেন ২০১৪-১৫ সালে। সেই প্রকৌশলী এবার দখল করলেন নির্বাহী পরিচালকের (ইডি) চেয়ার। 

রোববার সকালে দায়িত্বপালনরত নির্বাহী পরিচালক শফিকুল ইসলামকে তার 

দফতর থেকে বের করে দিয়ে ওই চেয়ারে বসেন তিনি। কর্মকর্তা-কর্মচারীদের একটি গ্রুপ নির্বাহী পরিচালক শফিকুল ইসলামকে জোর করে তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেন। এরপর ওই চেয়ারে বসানো হয় তত্ত্বাবধায়ক 

প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে। 

কর্মচারী ও প্রত্যক্ষদশীরা জানান, কৃষি মন্ত্রণালয় আগে থেকেই অতিরিক্ত সচিব শফিকুল ইসলামকে নির্বাহী পরিচালক পদে পদায়ন করেন। তিনি দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করেই রোববার সকালে কর্মচারীদের সংগঠন সিবিএ’র একাংশের নেতাকর্মী ও কয়েকজন কর্মকর্তাকে নিয়ে নির্বাহী পরিচালকের 

কার্যালয়ে যান তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান। এরপর কর্মচারীরা শফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে তার দফতর থেকে বের করে দেন। তার চেয়ারে বসানো হয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানকে। 

আবদুস সবুর নামের এক কর্মচারী জানান, আগে থেকেই একজন ইডি দায়িত্ব পালন করছেন। হঠাৎ করেই কিছু কর্মচারী এসে ওই চেয়ারে আরেকজনকে বসিয়ে দিল। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, 

কৃষি মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীর আলমকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। শফিকুল 

আলমের বদলি হলেও সেখানে সিনিয়র কেউ দায়িত্ব পাবেন। কিন্তু সিনিয়র আরও কয়েকজন প্রকৌশলী থাকার পরেও জাহাঙ্গীর আলম ইডির চেয়ার দখলে নিয়েছেন।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান বলেন, ‘আমি ইডির দায়িত্ব নিয়েছি। তার (শফিকুল ইসলাম) বদলি হয়েছে গেছে।’ মন্ত্রণালয় তাকে দায়িত্ব দিয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমার নামে চিঠি আসবে।’ আমি ৫ আগস্ট সিস্টেম মব জাস্টিসে কর্মচারীরা আমাকে বসিয়েছে। এ ক্ষেত্রে অফিসিয়ালি কোনো অর্ডার লাগে না। এ ব্যাপারে বিএমডিএ’র চেয়ারম্যান মো. আসাদুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews