1. dailybogratimes@gmail.com : admin :
বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগে সরকারের পরিকল্পনা: আশিক চৌধুরী - Daily Bogra Times
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে ড্র নিয়ে শেষ হলো সিনিয়র-জুনিয়র প্রীতি ফুটবল শেরপুরে অসুস্থ বিএনপি নেতার খোঁজখবর নিলেন ফজলুর রহমান খোকন ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্টা বার্ষিকী পালন শেরপুর-ধুনট মহাসড়কে বেড়েছে ছিনতাই, অভিযানে দুই যুবকের কারাদণ্ড বগুড়ায় বৈদ্যুতিক টাওয়ারে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের জন্য ক্ষতিপূরণ নোটিশ আমরা ভোটযুদ্ধ করবো, পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে – জি এম সিরাজ শেরপুরে ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের নির্দেশনায় অতিঃ বিভাগীয় কমিশনার শেরপুরে ১৭ কোটি টাকার রাস্তা নির্মাণ প্রকল্প, ৯২টি নতুন রাস্তার প্রস্তাব বগুড়ায় মৎস্য সপ্তাহের সমাপ্তি, দেশি মাছের উৎপাদনে জোর বিদ্যুৎস্পৃষ্টে শেরপুরে চিরনিদ্রায় গেলেন লিপি আক্তার

বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগে সরকারের পরিকল্পনা: আশিক চৌধুরী

নিউজ ডেস্কঃ-
  • আপডেট সময়ঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৮৬ Time View
সোমবার (৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সমন্বয় ও সংস্কার বিষয়ক সচিব জাহেদা পারভীন। প্রজ্ঞাপনে বলা হয়, আশিক চৌধুরী দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
print news

বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে, এমনটি জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী

আজ বুধবার (৯ এপ্রিল) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আশিক চৌধুরী বলেন, “আমরা নীতিগতভাবে মনে করি, প্রযুক্তিগত উন্নয়নের জন্য মিলিটারি খাতে কিছু ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমাদের কিছু অর্ডন্যান্স ফ্যাক্টরি রয়েছে, যেখানে কিছু দক্ষতা ও জ্ঞান আছে, এবং এর ওপর ভিত্তি করে আমরা বিশ্বাস করি যে, আমরা যেমন কমার্শিয়াল শিল্পের জন্য ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করছি (যেমন আরএমজি, চামড়া), তেমনি মিলিটারি ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ নেয়া যেতে পারে।”

আশিক চৌধুরী বলেন, “আমাদের ট্যাংক বা স্পেসশিপ তৈরির প্রয়োজন নেই, কিন্তু ছোট আকারে যেমন অ্যাডভান্স রেডিও, ট্যাংকের এক্সেল, স্মল বুলেট ও স্মল আর্মসের চাহিদা রয়েছে, যা আমরা তৈরি করতে পারি।”

তিনি জানান, “এ মুহূর্তে আমরা সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে কাজ করছি এবং বিদেশি বিনিয়োগকারীদের খুঁজে বের করার চেষ্টা করছি যারা প্রযুক্তি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে ইচ্ছুক।”

বিডার চেয়ারম্যান আরও বলেন, “আমরা এই বিনিয়োগকারীদের কাছ থেকে কেনার প্রতিশ্রুতি নিয়ে তাদের আঞ্চলিকভাবে রপ্তানি করার সুযোগও প্রদান করতে পারি। এজন্য আমরা মিলিটারি ইকোনমিক জোনের মতো একটি কনসেপ্টও প্রস্তাব করতে পারি।”

এর আগে গত সোমবার (৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সমন্বয় ও সংস্কার বিষয়ক সচিব জাহেদা পারভীন। প্রজ্ঞাপনে বলা হয়, আশিক চৌধুরী দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। 

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews