1. dailybogratimes@gmail.com : admin :
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে, ইসরায়েল-ইরান উত্তেজনায় বাড়ছে সংঘর্ষের আশঙ্কা - Daily Bogra Times
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
উত্তরাঞ্চলের কলা রাজধানী নয়মাইল হাট, সপ্তাহে বিক্রি ২০ লক্ষ টাকা বগুড়ার ৭ উপজেলা সড়ক দুর্ঘটনার হটস্পট ধান কেটে আলুর মাঠে কৃষক, আগাম আলুর সঙ্গে নতুন প্রত্যাশা ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে শেরপুরে এএমআর সচেতনতা কর্মসূচি শেরপুরে চেম্বারে ঢুকে হামলা, ডাক্তারের হাতে ডাক্তার আহত! শেরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের শেরপুরে নবাগত ইউএনও’র সঙ্গে আদিবাসী ছাত্র পরিষদের শুভেচ্ছা মেধার লড়াইয়ে শীর্ষে শেরউড, এইচএসসি ফলাফলে মিশ্র ছবি শেরপুরে শেরপুরে নতুন ইউএনও মনজুরুল আলমের দায়িত্ব গ্রহণ দুর্নীতির দায়ে শেরপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে, ইসরায়েল-ইরান উত্তেজনায় বাড়ছে সংঘর্ষের আশঙ্কা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৪১ Time View
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে, ইসরায়েল-ইরান উত্তেজনায় বাড়ছে সংঘর্ষের আশঙ্কা
print news

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের আবহে ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস নিমিৎজ। সোমবার (১৬ জুন) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইউএসএস নিমিৎজ সম্প্রতি দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক নিরাপত্তা অভিযান শেষ করেছে। মূলত, চলতি সপ্তাহের শেষ দিকে জাহাজটির ভিয়েতনামের দানাং বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে “জরুরি অপারেশনাল প্রয়োজনীয়তা” থাকায় সেই সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে হ্যানয়ের মার্কিন দূতাবাস।

জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, সফর বাতিলের পর নিমিৎজ এখন পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তার পরবর্তী গন্তব্য মধ্যপ্রাচ্য

এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অন্তত ৩০টির বেশি পুনঃজ্বালানিবাহী ট্যাঙ্কার বিমান আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে রওনা হয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র এই মোতায়েনের মাধ্যমে ইসরায়েল-ইরানের সাম্প্রতিক সংঘর্ষের প্রেক্ষাপটে তার কৌশলগত অবস্থান জোরদার করছে।

গত শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে প্রায় যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। অপরদিকে, ইরান দাবি করেছে, ইসরায়েলের হামলায় ২২৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই সামরিক মোতায়েন মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল ও উত্তপ্ত করে তুলতে পারে। এতে বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি আরও বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews