বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিজ শয়নঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃতের নাম মহরম আলী ওরফে মন্টু (৬৫)। তিনি বালেন্দা গ্রামের মৃত অমেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহরম আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবন যাপন করছিলেন। গত কয়েকদিন ধরে তার আচরণে অস্থিরতা ও পাগলামির প্রবণতা বাড়ে। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে, বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরের ইটের দেয়ালের একটি ছিদ্রের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরে তার স্ত্রী হাসপাতালে থেকে ফিরে এসে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে নিচে নামিয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফ আহম্মেদ ঘটনাস্থলে যান এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরিবারের অনুরোধ এবং আপত্তি না থাকায় এবং দীর্ঘদিনের মানসিক রোগের বিষয়টি বিবেচনায় নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় শেরপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ভবঘুরে জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন এবং মানসিক যন্ত্রণায় ভুগছিলেন।