1. dailybogratimes@gmail.com : admin :
শেরপুরে জামাত নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ লাখ টাকার সম্পদ লুট, অচেতন নবজাতকসহ পরিবারের সদস্যরা - Daily Bogra Times
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
আমরা ভোটযুদ্ধ করবো, পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে – জি এম সিরাজ শেরপুরে ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের নির্দেশনায় অতিঃ বিভাগীয় কমিশনার শেরপুরে ১৭ কোটি টাকার রাস্তা নির্মাণ প্রকল্প, ৯২টি নতুন রাস্তার প্রস্তাব বগুড়ায় মৎস্য সপ্তাহের সমাপ্তি, দেশি মাছের উৎপাদনে জোর বিদ্যুৎস্পৃষ্টে শেরপুরে চিরনিদ্রায় গেলেন লিপি আক্তার বিডি ক্লিনের ৯ম জন্মদিন, শেরপুরে দুটি পরিচ্ছন্নতা অভিযান বগুড়ায় জুলাই মাসে ১৩ সড়ক দুর্ঘটনায় প্রান ঝরলো ১৪ জনের বাঙ্গালী নদীর ওপর নির্মিত হচ্ছে অত্যাধুনিক ৫০০ মিটার দীর্ঘ সেতু করতোয়া নদীতে নাব্যতা সংকট: ভাঙছে ঘরবাড়ি, তলিয়ে যাচ্ছে ফসলি জমি শেরপুরে রাস্তার কাজে নিম্নমানের খোয়া, সরানোর নির্দেশ

শেরপুরে জামাত নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ লাখ টাকার সম্পদ লুট, অচেতন নবজাতকসহ পরিবারের সদস্যরা

এনাম হকঃ-
  • আপডেট সময়ঃ রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১১৫ Time View
Screenshot 4 1
print news

বগুড়ার শেরপুর উপজেলার ভবানিপুর ইউনিয়নের আমিনপুর গ্রামে জামাত নেতা এবং ছোনকা রহিমা নশের আলী কলেজের জীববিজ্ঞান বিষয়ের প্রদর্শক ইউসুফ আলীর বাড়িতে গতরাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৭ জুলাই, ২০২৫) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে প্রায় ২০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ইউসুফ আলী, তার স্ত্রী ও বড় মেয়ে চেতনানাশকের প্রভাবে অচেতন হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় ১৫ দিন বয়সী এক নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউসুফ আলীর ভাগ্নে ফিরোজ আহমেদ জানান, ইউসুফ আলীসহ পরিবারের সদস্যরা গতরাতে এশার নামাজ শেষে সাড়ে ৯টার দিকে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে এবং ইউসুফ আলী, তার স্ত্রী ও বড় মেয়েকে চেতনানাশক প্রয়োগ করে অচেতন করে ফেলে। এরপর তারা বাড়িতে থাকা ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

সকালে ফজরের নামাজের পর এক আত্মীয় ইউসুফ আলীর বাড়িতে এসে নিস্তব্ধতা দেখে সন্দেহ করেন। ভেতরে ঢুকে তিনি পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত শেরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের জ্ঞান ফিরলেও ১৫ দিন বয়সী নবজাতকটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়া মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। ইউসুফ আলীর ছেলে তাঞ্জিল সরকার নিশ্চিত করেছেন, চেতনানাশকের প্রভাবে শিশুটিও মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে।

তাঞ্জিল সরকার আরও বলেন, “আমরা উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া মিশন হাসপাতালে পাঠিয়েছি।” তিনি উল্লেখ করেন, গত কয়েক মাসে শেরপুর উপজেলায় জামাত নেতাদের বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা বেড়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এসব ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিন জানান, পুলিশ ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছে। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

তিনি আশাবাদী, খুব শিগগিরই অপরাধীরা আইনের আওতায় আসবে। তিনি আরও বলেন, সম্প্রতি জামাত সংশ্লিষ্ট কিছু বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এবং সেগুলোর বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews