1. dailybogratimes@gmail.com : admin :
শেরপুরে ৩৯৫ বস্তা সারসহ ট্রাক জব্দ করলো প্রশাসন - Daily Bogra Times
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম

শেরপুরে ৩৯৫ বস্তা সারসহ ট্রাক জব্দ করলো প্রশাসন

এনাম হকঃ-
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫৬ Time View
শেরপুরে ৩৫০ বস্তা সারসহ ট্রাক জব্দ করলো প্রশাসন
শেরপুরে ৩৫০ বস্তা সারসহ ট্রাক জব্দ করলো প্রশাসন
print news

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ পাওয়ার প্ল্যান্ট এলাকায় বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় স্থানীয় প্রশাসনের অভিযানে ৩৯৫ বস্তা ডাই এমোনিয়াম ফসফেট (ড্যাপ) সার বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। 

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার এবং প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে শেরপুর থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।

জব্দকৃত ট্রাকের মালিক টাঙ্গাইলের বাসিন্দা আমিনুর ইসলাম জানান, বুধবার বিকেলে নওগাঁর সান্তাহার উপজেলার জুয়েল ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ তার ট্রাকটি লালমনিরহাটের উদ্দেশে সার পরিবহনের জন্য ভাড়া করে। তবে সারের বৈধ কাগজপত্র সরবরাহ করা হয়নি। তিনি জানান, ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ বগুড়ার চারমাথায় কাগজপত্র সরবরাহ করবে বলে জানালেও তা দেওয়া হয়নি। এতে সারের বৈধতা নিয়ে সন্দেহের সৃষ্টি হলে চালক আব্দুল জলিল ট্রাকটি শেরপুরে নিয়ে আসেন এবং স্থানীয়দের সহযোগিতায় প্রশাসনকে খবর দেন। চালকের বরাতে জানা গেছে, ট্রাকে ৩৯৫ বস্তা সার ছিল।

1000016344
Oplus_11

প্রত্যক্ষদর্শী এক শ্রমিক জানান, চালানের কাগজপত্র না থাকায় চালক মালামাল নিয়ে যেতে অপারগতা প্রকাশ করলে ট্রান্সপোর্ট কোম্পানি অন্য একটি ট্রাক ভাড়া করে সার সরিয়ে নিতে চেয়েছিল। কিন্তু সেই ট্রাকের মালিকেরও সন্দেহ হওয়ায় তিনি মালামাল নিতে অস্বীকৃতি জানান।

ইউএনও আশিক খান জানান, স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সারসহ জব্দ করা হয়। ট্রাক ও সারের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। জব্দকৃত ট্রাকটি শেরপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews