গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজির মাঠ ভেসে যাওয়ায় রাজধানীর বাজারে সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, আলু ও পেঁপে ছাড়া প্রায় সব সবজির দামই কেজিতে ৮০ থেকে ১৬০ টাকা। এক সপ্তাহের মধ্যে সবজির দাম ৩০-৪০% বেড়ে সাধারণ ক্রেতাদের জন্য সংকট তৈরি করেছে।
বিক্রেতারা জানান, বর্ষার পানিতে সবজির ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, “গত সপ্তাহে যে পরিমাণ সবজি আসত, এখন তার অর্ধেকও পাওয়া যাচ্ছে না। দাম বাড়বেই।”
সবজির পাশাপাশি ডিম ও পেঁয়াজের দামেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
খুচরা বিক্রেতা বেলাল হোসেন বলেন, “ডিমের উৎপাদন কমে যাওয়ায় দাম বাড়ছে। পেঁয়াজের সরবরাহও কম, নতুন ফসল আসতে আরও সময় লাগবে।”
কারওয়ান বাজারে সবজি কিনতে আসা আশেকুর রহমান বলেন, “গত মাসে যেখানে ৫০০ টাকায় সপ্তাহের সবজি কিনতাম, এখন তা ৮০০-১০০০ টাকা ছাড়া সম্ভব নয়। নিম্ন আয়ের মানুষ কীভাবে কিনবে?”
বাজার বিশ্লেষকদের মতে, দ্রুত সবজির সরবরাহ বাড়ানো গেলে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। এ জন্য:
১. ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে হবে।
২. পেঁয়াজ ও ডিমের আমদানি বাড়াতে হবে।
৩. টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য বিতরণ করতে হবে।
বৃষ্টি ও সরবরাহ সংকটের কারণে বাজারে দাম বাড়লেও আশা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহ内 পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। তবে সরকারি হস্তক্ষেপ না পেলে এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।