1. dailybogratimes@gmail.com : admin :
প্রেমের টানে চীনা যুবক দিনাজপুরে: সুরভীর বাড়িতে উৎসুক জনতার ভিড় - Daily Bogra Times
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
উত্তরাঞ্চলের কলা রাজধানী নয়মাইল হাট, সপ্তাহে বিক্রি ২০ লক্ষ টাকা বগুড়ার ৭ উপজেলা সড়ক দুর্ঘটনার হটস্পট ধান কেটে আলুর মাঠে কৃষক, আগাম আলুর সঙ্গে নতুন প্রত্যাশা ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে শেরপুরে এএমআর সচেতনতা কর্মসূচি শেরপুরে চেম্বারে ঢুকে হামলা, ডাক্তারের হাতে ডাক্তার আহত! শেরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের শেরপুরে নবাগত ইউএনও’র সঙ্গে আদিবাসী ছাত্র পরিষদের শুভেচ্ছা মেধার লড়াইয়ে শীর্ষে শেরউড, এইচএসসি ফলাফলে মিশ্র ছবি শেরপুরে শেরপুরে নতুন ইউএনও মনজুরুল আলমের দায়িত্ব গ্রহণ দুর্নীতির দায়ে শেরপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রেমের টানে চীনা যুবক দিনাজপুরে: সুরভীর বাড়িতে উৎসুক জনতার ভিড়

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, -
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১৪ Time View
প্রেমের টানে চীনা যুবক দিনাজপুরে: সুরভীর বাড়িতে উৎসুক জনতার ভিড়
print news

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রেমের কাছে জাতি, কুল বা কোনো বাধাই যেন অর্থহীন। এমনই এক অসাধারণ প্রেমের গল্প নিয়ে আলোচনার ঝড় উঠেছে দিনাজপুরের বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রামে। চীন থেকে আগত এক যুবক, ইয়ং সং সং (২৬), তার বাংলাদেশি প্রেমিকা সুরভী আক্তারের (১৯) সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে এসেছেন। এই চাঞ্চল্যকর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ায় প্রেমিক চীনা যুবককে দেখতে সুরভীর বাড়িতে শত শত উৎসুক মানুষের ভিড় জমেছে।

গত রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় ইয়ং সং সং সুরভী আক্তারের বাড়িতে পৌঁছান। স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ং সং সং পেশায় একজন নির্মাণ কর্মী। তার বাড়ি চীনের তাইকো জিয়াংসু এলাকায়। তার বাবা মৃত ইউয়ান সিকি এবং মা লিউ ফেনহং। প্রায় এক বছর আগে কাজিপাড়া শিমুলতলা গ্রামের অটোচালক নুর হোসেনের (বাবু) মেয়ে সুরভী আক্তারের সঙ্গে ভার্চুয়াল হ্যালো টক অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

একপর্যায়ে প্রেমের টানে ইয়ং সং সং গত ৪ আগস্ট সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন। সুরভীর পরিবারে তিনি দুই বোনের একজন, তার মা সাথী আক্তার একজন গৃহিনী। সুরভীর বাবা-মা ও পরিবারের সদস্যরা জানান, চীনা যুবকের পরিচয় ও কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে সুরভীর সঙ্গে তার বিয়ের আয়োজন করা হবে।

এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, প্রেমের এমন গল্প তাদের গ্রামে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews