1. dailybogratimes@gmail.com : admin :
শীতে কাঁপছে উত্তরাঞ্চলের মানুষ, নিদারুন কষ্টে তিস্তা পাড়ের মানুষজন - Daily Bogra Times
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭ তম প্রতিষ্টা বার্ষিকী পালন শেরপুর-ধুনট মহাসড়কে বেড়েছে ছিনতাই, অভিযানে দুই যুবকের কারাদণ্ড বগুড়ায় বৈদ্যুতিক টাওয়ারে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের জন্য ক্ষতিপূরণ নোটিশ আমরা ভোটযুদ্ধ করবো, পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে – জি এম সিরাজ শেরপুরে ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের নির্দেশনায় অতিঃ বিভাগীয় কমিশনার শেরপুরে ১৭ কোটি টাকার রাস্তা নির্মাণ প্রকল্প, ৯২টি নতুন রাস্তার প্রস্তাব বগুড়ায় মৎস্য সপ্তাহের সমাপ্তি, দেশি মাছের উৎপাদনে জোর বিদ্যুৎস্পৃষ্টে শেরপুরে চিরনিদ্রায় গেলেন লিপি আক্তার বিডি ক্লিনের ৯ম জন্মদিন, শেরপুরে দুটি পরিচ্ছন্নতা অভিযান বগুড়ায় জুলাই মাসে ১৩ সড়ক দুর্ঘটনায় প্রান ঝরলো ১৪ জনের

শীতে কাঁপছে উত্তরাঞ্চলের মানুষ, নিদারুন কষ্টে তিস্তা পাড়ের মানুষজন

জামান মৃধা, ডিমলা (নীলফামারী)ঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ Time View
শীতে কাঁপছে উত্তরাঞ্চলের মানুষ, নিদারুন কষ্টে তিস্তা পাড়ের মানুষজন
print news

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে উঠা-নামা করছে তাপমাত্রা। সন্ধ্যা হলেই তীব্র শীত ও ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পুরো এলাকা। এই ঘন কুয়াশা ও তীব্র শীতে নাকাল হয়ে পড়েছে উত্তরের সীমান্তবর্তী ও তিস্তা নদী বেষ্টিত নীলফামারীর ডিমলা উপজেলার স্বাভাবিক জীবনযাপন। বিশেষ করে উপজেলার পাঁচটি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত খরস্রোত তিস্তা নদীর চরাঞ্চলে বসবাসকারীদের জীবন হয়ে উঠেছে কঠিন দুর্বিষহ।

এসব চরাঞ্চলে কারও কারও শীতবস্ত্র থাকলেও অধিকাংশ মানুষের নেই প্রয়োজনীয় গরম কাপড়। সরকারি ও বিভিন্ন এনজিওর কম্বল মিললেও, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বাজার থেকে গরম কাপড় কেনার সামর্থ্যও নেই অনেকের। তীব্র শীতের সঙ্গে লড়াই করে কষ্টসহিষ্ণু জীবনযাপন করছেন চরাঞ্চলের মানুষ। 

ঝুনাগাছ চাপানি ইউনিয়নের বাইশপুকুর   গ্রামের দিনমুজুর হযরত আলী (৫০)  জানান, শীতের প্রকোপ উপেক্ষা করেই সাতসকালে চরে যেতে হয় জমি হালচাষ করতে। শীত নিবারণে গরম কাপড় নেই তাঁর। শীত লাগলেও সংসারের তাগিদে তাদের ছুটতে হয় কাজের সন্ধানে।

টেপাখরিবাড়ি ইউনিয়নের টাপুর চর  এলাকার কৃষক আব্দুল হালিম (৪৫) জানান, ঠাণ্ডায় শরীর থরথর কাঁপছে, কিন্তু কৃষি কাজের উপকরণ নিয়ে ছুটতে হচ্ছে চরে। তীব্র শীতের মধ্যেও  ফসলের জমিতে পানি সেচ দেওয়া আর ফসলের পরিচর্যায় ব্যস্ত থাকতে হচ্ছে তাদের।

গয়াবাড়ি ইউনিয়নের ষাটোর্ধ বৃদ্ধা জমিলা খাতুন বলেন, এই ঠান্ডায় আর চলাফেরা করতে পারি না। একটা কম্বল পাইলে শীত নিবারণ করা যাইত। একটা কম্বলও এবার কেউ দিলো না।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের চাপ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডিমলা  উপজেলা উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, সরকারের পাশাপাশি বেসরকারিভাবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে চরাঞ্চলে দুঃস্থ মানুষের কষ্ট বেড়েছে অনেক। আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, তবে চাহিদা অনেক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া বলেন, সরকারি বরাদ্দের ৫ হাজার ৫০০টি কম্বল ইতিমধ্যে উপজেলার শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আরো চাহিদা পাঠানো হয়েছে প্রাপ্তি সাপেক্ষে বিতরণ করা হবে।

ডিমলা উপজেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার (২০ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.০০ ডিগ্রী সেলসিয়াস।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews