শেরপুর,বগুড়া: অবৈধ দখলদারদের উচ্ছেদ ও নিষিদ্ধ কীটনাশকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে শেরপুর উপজেলা প্রশাসন। মঙ্গলবার পরিচালিত এই অভিযানে সরকারি জমি ও খাল উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ বিষাক্ত ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক।
শেরপুর পৌরসভার ধুনট রোডের তালতলা এলাকায় কৃষকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত একটি দোকানে অভিযান চালায়। এসময় নিষিদ্ধ কার্বোফুরানসহ নানা ধরনের মেয়াদোত্তীর্ণ, মিসব্র্যান্ডেড এবং খোলা কীটনাশক জব্দ করা হয়। পরে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে এসব ক্ষতিকর রাসায়নিক ধ্বংস করা হয়। বালাইনাশক আইন, ২০১৮ অনুযায়ী, অভিযুক্ত বিক্রেতা তবিবর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই দিনে বিকেলে রানীরহাট এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে ১.৩২ একর সরকারি জমি ও প্রায় ২০০ মিটার দীর্ঘ একটি খাল অবৈধ দখলমুক্ত করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, খালটি পুনরুদ্ধার ও সরকারি সম্পদ রক্ষায় এই অভিযান একটি বড় সাফল্য।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার এবং প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। শেরপুর থানা পুলিশ এই অভিযানে সহযোগিতা প্রদান করেন।
প্রশাসন জানিয়েছে, কৃষি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।