কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষকদের অবদান অপরিসীম। তাদের নিরলস পরিশ্রমের ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসন কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছে। ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়াতে ২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলা পরিষদের অর্থায়নে ৫৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ব্যাটারি চালিত স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আশিক খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার জুলফিকার হায়দার, উপ-সহকারী প্রকৌশলী জুলহাস হুসাইন এবং সুবিধাভোগী কৃষকরা।
কৃষকরা তাদের আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “স্প্রে মেশিন পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। এটি আমাদের ফসলের উৎপাদন বাড়াবে এবং শ্রম ও সময় বাঁচাবে।” তারা এমন উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন।