দিনাজপুর প্রতিনিধি: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানির অনুমতি দেয়।
রোববার (১৭ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ভারতের একটি ট্রাকে করে প্রথম চালানে ৩০ মেট্রিকটন পেঁয়াজ হিলি বন্দরে প্রবেশ করে। এই চালানটি আমদানি করে নওগাঁর আমদানিকারক প্রতিষ্ঠান জগদীশ চন্দ্র রায় এন্টারপ্রাইজ।
প্রতিষ্ঠানটির প্রতিনিধি রাশেদ সাংবাদিকদের জানান, “দেশে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকার আমাদের আমদানির অনুমতি দিয়েছে। আমরা ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছি এবং আজ বিকেলে সেটি হিলি বন্দরে এসেছে।”
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, “সর্বশেষ গত ৩ মার্চ ২০২৫ হিলি বন্দরে পেঁয়াজ আমদানি হয়েছিল। এরপর দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও আমদানি শুরু হয়েছে।”
তিনি আরও জানান, হিলি বন্দর দিয়ে এ পর্যন্ত ৫ জন আমদানিকারক মোট ১৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। প্রত্যেকে ৩০ মেট্রিকটন করে আমদানি করবেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, আমদানি করা পেঁয়াজ দ্রুত খালাস করে বাজারে সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে করে বাজারে পেঁয়াজের দাম কিছুটা স্থিতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।