শেরপুর, ১৮ আগস্ট ২০২৫: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে বগুড়ার শেরপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে উৎসবের আমেজে। সোমবার সকালে এক জমকালো র্যালি ও সফল মৎস্যচাষীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান এই উপলক্ষে আয়োজিত হয়, যা মৎস্যচাষের প্রতি স্থানীয় সম্প্রদায়ের উৎসাহকে আরও জাগিয়ে তুলেছে।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে মৎস্যচাষী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্বকে আরও উজ্জ্বল করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার ওবায়দুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমানসহ হ্যাচারি মালিক ও মৎস্যচাষীরা।
বক্তারা তাদের বক্তব্যে জানান, দেশি মাছ শুধু পুষ্টির উৎস নয়, বরং আমাদের অর্থনীতির একটি শক্তিশালী স্তম্ভ। অভয়াশ্রম স্থাপনের মাধ্যমে প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন বৃদ্ধি করা যায়, যা পরিবেশ ও অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদি সুবিধা নিয়ে আসবে। তারা আরও বলেন, সফল মৎস্যচাষীদের পুরস্কৃত করার মাধ্যমে এই খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও লাভজনকতা বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সফল মৎস্যচাষীদের হাতে পুরস্কার ও সম্মাননা পদক তুলে দেওয়া। এছাড়াও, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম, মাছ চাষে প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ এবং পরিবেশবান্ধব মৎস্যচাষের প্রচারণা চালানো হয়।
এই উদ্যোগ শেরপুরের মৎস্যচাষীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং দেশি মাছের উৎপাদন বাড়িয়ে দেশের পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে।