শেরপুর, বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা সহজ ও নিরাপদ করতে সরকারের নতুন উদ্যোগে যুক্ত হলো আরেকটি মাইলফলক। বগুড়ার শেরপুর উপজেলার বাঙ্গালী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে একটি ৫০০ মিটার দীর্ঘ অত্যাধুনিক সেতু। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত “কন্সট্রাশন অফ হাই-টেক ব্রিজ অন রুরাল বাংলাদেশ” প্রকল্পের আওতায় এই সেতু নির্মাণে নেতৃত্ব দিচ্ছে বিশ্বখ্যাত চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন।
প্রকল্পের প্রাথমিক ধাপে সম্প্রতি শেরপুরের সুঘাট ইউনিয়নের মথুরাপুর-ছোনকা সড়কে পরিদর্শনে আসে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এলজিইডির প্রকল্প পরিচালক মোঃ এবাদত আলী, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী শাহ মোঃ শহিদুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ এই পরিদর্শনে উপস্থিত ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সেতু নির্মাণের খবরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। সুঘাট ইউনিয়নের বাসিন্দা রহিম মিয়া বলেন, “এই সেতু হলে আমাদের জীবন অনেক সহজ হবে। স্কুল, হাসপাতাল, হাটবাজারে যেতে সময় কম লাগবে, আর ভোগান্তিও থাকবে না।” আরেক বাসিন্দা সেলিনা বেগম যোগ করেন, “এই সেতু আমাদের এলাকার অর্থনীতির চাকা ঘুরিয়ে দেবে। কৃষি পণ্য বাজারে নিয়ে যাওয়া অনেক সহজ হবে।”
এলজিইডি জানিয়েছে, এই সেতু শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, কৃষি পণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দুর্যোগ মোকাবেলায় বিকল্প রুট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই সেতু নির্মাণের মাধ্যমে শেরপুরের সুঘাট ইউনিয়নসহ আশপাশের এলাকাগুলোর সঙ্গে বগুড়ার কেন্দ্রীয় অংশের সংযোগ আরও জোরদার হবে। স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের জন্য নতুন দ্বার উন্মোচিত হবে।