1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ায় জুলাই মাসে ১৩ সড়ক দুর্ঘটনায় প্রান ঝরলো ১৪ জনের - Daily Bogra Times
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
উত্তরাঞ্চলের কলা রাজধানী নয়মাইল হাট, সপ্তাহে বিক্রি ২০ লক্ষ টাকা বগুড়ার ৭ উপজেলা সড়ক দুর্ঘটনার হটস্পট ধান কেটে আলুর মাঠে কৃষক, আগাম আলুর সঙ্গে নতুন প্রত্যাশা ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে শেরপুরে এএমআর সচেতনতা কর্মসূচি শেরপুরে চেম্বারে ঢুকে হামলা, ডাক্তারের হাতে ডাক্তার আহত! শেরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের শেরপুরে নবাগত ইউএনও’র সঙ্গে আদিবাসী ছাত্র পরিষদের শুভেচ্ছা মেধার লড়াইয়ে শীর্ষে শেরউড, এইচএসসি ফলাফলে মিশ্র ছবি শেরপুরে শেরপুরে নতুন ইউএনও মনজুরুল আলমের দায়িত্ব গ্রহণ দুর্নীতির দায়ে শেরপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বগুড়ায় জুলাই মাসে ১৩ সড়ক দুর্ঘটনায় প্রান ঝরলো ১৪ জনের

এনাম হকঃ-
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮৪ Time View
বগুড়ায় জুলাই মাসে ১৩ সড়ক দুর্ঘটনায় প্রান ঝরলো ১৪ জনের
print news

বগুড়া প্রতিনিধি: গত জুলাই মাসে বগুড়া জেলায় মোট ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লিখিত দুর্ঘটনাগুলোর মধ্যে শাজাহানপুর উপজেলায় একটি ভটভটি (ভ্যান) নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে চালক নিহত ও ৪ জন আহত হন। একই উপজেলায় একটি ট্রাকের পেছনে বাস ধাক্কা মারলে ২ জন নিহত ও ১৬ জন আহত হন।

আদমদীঘি উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও ২ জন আহত হন। ধুনট উপজেলায় তিনটি পৃথক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক, এক শিশু ও একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এছাড়া এই ঘটনায় ৩ জন আহত হন। নন্দীগ্রাম উপজেলায় একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হন।

এছাড়াও, বগুড়া সদর উপজেলায় একটি অটোরিকশার ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হন। গাবতলী উপজেলায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে একজন নিহত ও ৪ জন আহত হন। সারিয়াকান্দি উপজেলায় একটি ট্রাকের চাপায় এক পথচারী নিহত হন। অন্যদিকে, কাহালু উপজেলায় এক দুর্ঘটনায় ৬ জন এবং শেরপুর উপজেলায় ৩ জন আহত হন।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, গত জুলাই মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনা রোধে দক্ষ চালক তৈরি, বিআরটিএ’র সক্ষমতা বৃদ্ধি, স্বল্পগতির যানবাহনের জন্য আলাদা সার্ভিস রোড নির্মাণ এবং সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকরভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে সংগঠনটি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews