বগুড়া প্রতিনিধি: গত জুলাই মাসে বগুড়া জেলায় মোট ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লিখিত দুর্ঘটনাগুলোর মধ্যে শাজাহানপুর উপজেলায় একটি ভটভটি (ভ্যান) নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে চালক নিহত ও ৪ জন আহত হন। একই উপজেলায় একটি ট্রাকের পেছনে বাস ধাক্কা মারলে ২ জন নিহত ও ১৬ জন আহত হন।
আদমদীঘি উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও ২ জন আহত হন। ধুনট উপজেলায় তিনটি পৃথক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক, এক শিশু ও একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এছাড়া এই ঘটনায় ৩ জন আহত হন। নন্দীগ্রাম উপজেলায় একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হন।
এছাড়াও, বগুড়া সদর উপজেলায় একটি অটোরিকশার ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হন। গাবতলী উপজেলায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে একজন নিহত ও ৪ জন আহত হন। সারিয়াকান্দি উপজেলায় একটি ট্রাকের চাপায় এক পথচারী নিহত হন। অন্যদিকে, কাহালু উপজেলায় এক দুর্ঘটনায় ৬ জন এবং শেরপুর উপজেলায় ৩ জন আহত হন।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, গত জুলাই মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনা রোধে দক্ষ চালক তৈরি, বিআরটিএ’র সক্ষমতা বৃদ্ধি, স্বল্পগতির যানবাহনের জন্য আলাদা সার্ভিস রোড নির্মাণ এবং সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকরভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে সংগঠনটি।