শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টা। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আব্দুল মোমেন কোম্পানি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। ইটালী গ্রামের ৩৫ বছরের বিধবা লিপি আক্তার, মৃত আনোয়ার হোসেনের স্ত্রী, জীবনের শেষ যুদ্ধে হেরে গেলেন এক নিষ্ঠুর বিদ্যুৎস্পর্শের কাছে। জীবিকার তাগিদে দিনরাত পরিশ্রম করে সংসারের হাল ধরে রাখা এই নারীর জীবন এভাবে থেমে যাবে, কে ভেবেছিল?
স্থানীয়দের মুখে শোনা গল্পটা যেন এক হৃদয়ভাঙা উপাখ্যান। সেদিন সকালে লিপি তার গরুর জন্য ঘাস আর শাক তুলতে মাঠে গিয়েছিলেন। বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে ছিল মাঠ, আর সেই পানির নিচে লুকিয়ে ছিল মৃত্যু—নির্মাণকাজের একটি জীবন্ত বৈদ্যুতিক তার। ঘাস কাটার মাঝে এক মুহূর্তের অসাবধানতা, আর সেই তারের ছোঁয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন লিপি।
এলাকার মানুষ তড়িঘড়ি তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! চিকিৎসকের হাতে পৌঁছানোর আগেই লিপির জীবনের আলো নিভে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।”