বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের তালপুকুর এলাকায় একটি পুকুর থেকে আবু বকর সিদ্দিক (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবু বকর সিদ্দিক উপজেলার গোসাইবাড়ি বটতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক তোফাজ্জল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবু বকর সিদ্দিক গত ১ সেপ্টেম্বর শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তবে কী কারণে তিনি জিডি করেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানিয়েছেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”