1. dailybogratimes@gmail.com : admin :
ঢাবিতে ডাকসু নির্বাচন: ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয় - Daily Bogra Times
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
উত্তরাঞ্চলের কলা রাজধানী নয়মাইল হাট, সপ্তাহে বিক্রি ২০ লক্ষ টাকা বগুড়ার ৭ উপজেলা সড়ক দুর্ঘটনার হটস্পট ধান কেটে আলুর মাঠে কৃষক, আগাম আলুর সঙ্গে নতুন প্রত্যাশা ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে শেরপুরে এএমআর সচেতনতা কর্মসূচি শেরপুরে চেম্বারে ঢুকে হামলা, ডাক্তারের হাতে ডাক্তার আহত! শেরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল হেলপারের শেরপুরে নবাগত ইউএনও’র সঙ্গে আদিবাসী ছাত্র পরিষদের শুভেচ্ছা মেধার লড়াইয়ে শীর্ষে শেরউড, এইচএসসি ফলাফলে মিশ্র ছবি শেরপুরে শেরপুরে নতুন ইউএনও মনজুরুল আলমের দায়িত্ব গ্রহণ দুর্নীতির দায়ে শেরপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ঢাবিতে ডাকসু নির্বাচন: ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ Time View
ঢাবিতে ডাকসু নির্বাচন: ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়
print news

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ইতিহাস গড়েছে। এই নির্বাচনে তাদের প্যানেল থেকে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ, এবং এজিএস পদে মহিউদ্দিন খান বিপুল ভোটে জয়ী হয়েছেন।

ভোটের ফলাফল

  • ভিপি পদ: সাদিক কায়েম মোট ১৪,০৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭৫৮ ভোট।
  • জিএস পদ: এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট।

নির্বাচনটি গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আটটি কেন্দ্রে ভোট গ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো: কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি, ভূতত্ত্ব বিভাগ, ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব। ভোট গণনা শুরু হয় রাত পৌনে ২টায় এবং বুধবার ভোর ৬টা পর্যন্ত ১৮টি হলের ফল ঘোষণা করা হয়।

  • অমর একুশে হল: সাদিক কায়েম (ভিপি) ৬৪৪ ভোট, এস এম ফরহাদ (জিএস) ৪৬৬ ভোট।
  • ফজলুল হক হল: সাদিক কায়েম ৮৪১ ভোট, এস এম ফরহাদ ৫৮৯ ভোট।
  • শহীদুল্লাহ হল: সাদিক কায়েম ৯৬৬ ভোট, এস এম ফরহাদ ৭৭৩ ভোট।
  • সুফিয়া কামাল হল: সাদিক কায়েম ১,২৭০ ভোট।
  • ফজিলাতুননেছা মুজিব হল: সাদিক কায়েম ৭৪২ ভোট, এস এম ফরহাদ ৫৯৫ ভোট।
  • জসিম উদ্দীন হল: সাদিক কায়েম ৬৪৭ ভোট, এস এম ফরহাদ ৫৪০ ভোট।
  • জিয়াউর রহমান হল: সাদিক কায়েম ৬৭৪ ভোট, এস এম ফরহাদ ৫৪৪ ভোট।
  • শেখ মুজিবুর রহমান হল: সাদিক কায়েম ৮৪২ ভোট, এস এম ফরহাদ ৬৮৩ ভোট।
  • সূর্যসেন হল: সাদিক কায়েম ৭৬৯ ভোট, এস এম ফরহাদ ৫৬৮ ভোট।
  • কুয়েত মৈত্রী হল: সাদিক কায়েম ৬২৬ ভোট, এস এম ফরহাদ ৪৫৮ ভোট।
  • এএফ রহমান হল: সাদিক কায়েম ৬০২ ভোট, এস এম ফরহাদ ৫৮৮ ভোট।
  • মুহসীন হল: সাদিক কায়েম ৬৩৩ ভোট, এস এম ফরহাদ ৫০১ ভোট।
  • বিজয় একাত্তর হল: সাদিক কায়েম ৯৯১ ভোট, এস এম ফরহাদ ৭৭৯ ভোট।
  • রোকেয়া হল: সাদিক কায়েম ১,৪৭২ ভোট, এস এম ফরহাদ ১,১২০ ভোট।
  • জগন্নাথ হল: আবিদুল ইসলাম (ভিপি) ১,২৭৬ ভোট, মেঘ মল্লার বসু (জিএস) ১,১৭০ ভোট।
  • জহুরুল হক হল: সাদিক কায়েম ৮৯৬ ভোট, এস এম ফরহাদ ৬৭০ ভোট।
  • সলিমুল্লাহ মুসলিম হল: সাদিক কায়েম ৩০৩ ভোট, এস এম ফরহাদ ২৩৭ ভোট।
  • শামসুন্নাহার হল: সাদিক কায়েম ১,১১৪ ভোট, এস এম ফরহাদ ৮১৪ ভোট।
Screenshot 5

ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা প্রায় সব হলেই আধিপত্য বিস্তার করেছে। তবে জগন্নাথ হলে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম এবং জিএস পদে মেঘ মল্লার বসু জয়ী হয়ে ভিন্ন গতিশীলতা দেখিয়েছেন। শামসুন্নাহার হলে মোট ভোটার ছিল ৪,০৯৬, যার মধ্যে ২,৬০৭ জন ভোট দিয়েছেন, অর্থাৎ ভোটার অংশগ্রহণের হার ছিল প্রায় ৬৩.৬%।

এই নির্বাচনের ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে ইসলামী ছাত্রশিবিরের শক্তিশালী অবস্থান এবং তাদের প্রার্থীদের ব্যাপক জনপ্রিয়তার প্রতিফলন ঘটিয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews