1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ায় স্নিগ্ধ বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা - Daily Bogra Times
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম

বগুড়ায় স্নিগ্ধ বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ Time View
বগুড়ায় স্নিগ্ধ বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা
print news

নিজস্ব প্রতিনিধি :
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিভিন্ন অনিয়মের দায়ে বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের স্নিগ্ধ বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, বেকারীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে। তৈরীকৃত খাদ্য মাটিতে ফেলে রাখা, কেক তৈরিতে কালিযুক্ত খবরের কাগজ ব্যবহারসহ খাদ্যপণ্যে নিষিদ্ধ স্যাকারিন মেশানো হচ্ছিল। এছাড়া মোড়কীকরণের সময় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করারও প্রমাণ মেলে।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

vokta 2 bogura

অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি টিম।

স্থানীয় ভোক্তারা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে খাদ্যপণ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশের ব্যবহার অনেকটাই কমে আসবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews