1. dailybogratimes@gmail.com : admin :
হিলি বন্দর দিয়ে ৩৫ দিনে রেকর্ড ১ লাখ মেট্রিকটন চাল আমদানি - Daily Bogra Times
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম

হিলি বন্দর দিয়ে ৩৫ দিনে রেকর্ড ১ লাখ মেট্রিকটন চাল আমদানি

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ Time View
হিলি বন্দর দিয়ে ৩৫ দিনে রেকর্ড ১ লাখ মেট্রিকটন চাল আমদানি
print news

দিনাজপুর প্রতিবেদক:

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে মাত্র ৩৫ দিনে ভারত থেকে এসেছে ১ লাখ ৪ হাজার ৮৫৯ মেট্রিক টন চাল। ১২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ২ হাজার ৪২১ ভারতীয় ট্রাকে এসব চাল আমদানি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে হিলি বন্দর ঘুরে জানাযায়, সরকার চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১২ আগস্ট থেকে আমদানির অনুমতি দেয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত মাত্র ২ শতাংশ শুল্কে ব্যবসায়ীরা ভারত থেকে চাল আমদানি করছেন। প্রতি টন চালের দাম পড়ছে গড়ে ৫২০ থেকে ৫৩০ ডলার, কিছু ক্ষেত্রে ৫৪০ ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি আসছে শম্পা কাটারি জাতের চাল।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, চালের বাজারে স্থিতিশীলতা আনতে সরকার আমদানি অনুমোদন দেয়। গত এক মাসে ২ হাজার ৪২১ ভারতীয় ট্রাকে এক লাখ টনেরও বেশি চাল আমদানি হয়েছে। চাহিদা থাকায় দ্রুত খালাস প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

চালের সরবরাহ বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। হিলির খুচরা ব্যবসায়ী অভি বসাক  জানান, ভারতীয় চাল আসায় বাজারের অস্থিরতা কমেছে। প্রতিটি জাতের চাল কেজিতে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত কমেছে। আগে ৫৫ টাকায় বিক্রি হওয়া মোটা চাল এখন ৫১-৫২ টাকায় পাওয়া যাচ্ছে। আবার ৭৪ টাকার শম্পা কাটারি এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৮ টাকায়। আশা করছি আগামীতে দাম আরও কমবে।

আমদানিকারক নুর ইসলাম বলেন, ২ শতাংশ শুল্কে ৫২০ থেকে ৫৪০ ডলার দরে চাল আমদানি করছি। সরবরাহ বাড়ায় বাজারে দামের প্রভাব স্পষ্টভাবে পড়ছে।

চালের বাজারে এ স্বস্তি ফিরে আসায় সাধারণ ক্রেতারা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews