বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন এক চালক।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক তারিকুল (২২) পায়ে মারাত্মকভাবে আঘাত পান।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি করেন।
শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটির মালিক দিলবর বলেন, “ট্রাকটি বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। চালকের সঙ্গে কথা হয়েছে, তিনি বর্তমানে সুস্থ আছেন।”