বগুড়া প্রতিনিধি: গত সেপ্টেম্বর মাসে বগুড়া জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন, আহত হয়েছেন আরও অনেকে। রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত মাসিক প্রতিবেদনে ৪ অক্টোবর ২০২৫ এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির তথ্যমতে, জেলায় ৩৪টি সড়ক দুর্ঘটনা ঘটে , যা আগের মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সারা দেশে মোট ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত ও ৬৮২ জন আহত হয়েছেন। এর মধ্যে বগুড়া অন্যতম দুর্ঘটনাপ্রবণ জেলা হিসেবে উঠে এসেছে।
সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মোটরসাইকেল চালক ও আরোহী। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের হার ৩৪.২৯ শতাংশ, যা এখনো দেশের সামগ্রিক সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বিবেচিত।
রিপোর্টে আরও বলা হয়েছে, দুর্ঘটনাগুলোর মধ্যে বেশিরভাগ ঘটেছে নিয়ন্ত্রণ হারিয়ে এবং অতিরিক্ত গতির কারণে। রাস্তায় ত্রুটিপূর্ণ যানবাহন, অদক্ষ চালক, এবং ট্রাফিক আইন না মানা, এই তিনটি কারণই বগুড়ার দুর্ঘটনার চিত্রকে ভয়াবহ করে তুলেছে।
রোড সেফটি ফাউন্ডেশন তাদের প্রতিবেদনে বলেছে, “দুর্ঘটনা রোধে দক্ষ চালক তৈরির উদ্যোগ, চালকের বেতন-কর্মঘণ্টা নির্ধারণ, মহাসড়কে স্বল্পগতির যানবাহনের জন্য আলাদা লেন এবং ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ জরুরি।”
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে, দেশব্যাপী দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী ৬৩ জন, শিশু ৪৭ জন, পথচারী ১১২ জন, এবং যানবাহনের চালক ও সহকারী ৫৬ জন।
সড়ক দুর্ঘটনা বিশ্লেষণ করে সংস্থাটি বলেছে, অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারানোই মূল কারণ। পাশাপাশি পথচারীদের অসচেতনতা এবং বেপরোয়া মোটরসাইকেল চালানোও দুর্ঘটনা বাড়িয়ে দিচ্ছে।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনা কমাতে হলে শুধু আইন নয়, চালক ও পথচারী উভয়ের সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রযুক্তিনির্ভর নজরদারি, প্রশিক্ষণ ও জবাবদিহিতামূলক পরিবহন ব্যবস্থাই হতে পারে টেকসই সমাধান।”