এনামুল হক, শেরপুর (বগুড়া):
বগুড়া সফরকালে বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর উপজেলার হামছায়াপুর কাঁঠালতলায় শ্রমিকদলের অফিসে যাত্রাবিরতি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
যাত্রাবিরতির সময় তিনি শাহ বন্দী ইউনিয়ন শ্রমিক দলের অফিস পরিদর্শন করে কিছু সময় অতিবাহিত করেন এবং স্থানীয় শ্রমিক নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
আব্দুল গফুর তাঁর বক্তব্যে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিজয়ী হতে আমাদের প্রত্যেকের কাজ করা দরকার, নিজের শ্রমিক পড়িবারের জন্য, সাধারন মানুষের জন্য, কৃষকের জন্য, যাতে আমরা ব্যাপক ভোটে জয় যুক্ত হয়ে সরকার গঠন করতে পারি। আর এই সরকার গঠনের মধ্য দিয়ে আজকে যে আমরা কষ্টে আছি এই দূরদশা থেকে মুক্তি পাবো। তারেক রহমানের ১৭ দফার মধ্য আমাদের অধিকারের কথা বলা হয়েছে,মজুরীর কথা বলা হয়েছে এবং বৈষম্যর কথা বলা হয়েছে। বিএনপি ও শ্রমিক দল সব সময় শ্রমজীবী মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।

এর আগে তাকে ফুল দিয়ে বরণ করে নেন ১০ নং শাহ বন্দেগী ইউনিয়ন শ্রমিক দল ও উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাবুল মির্জা, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি বকুল খন্দকার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
স্থানীয় শ্রমিক নেতারা জানান, কেন্দ্রীয় পর্যায়ের নেতার সফরে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যত আন্দোলন-সংগঠনে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।