পাশের হারে হতাশা, জিপিএ-৫-এ চমক, কলেজ পর্যায়ে পাসের হার মাত্র ৬৩.৭৯ শতাংশ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঘোষিত এই ফলাফলে প্রতিষ্ঠানের মেধার লড়াইয়ে শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ অপ্রতিরোধ্য সাফল্য অর্জন করে শীর্ষস্থান দখল করেছে। তবে, বোর্ডের সামগ্রিক পাসের হার এবং অন্যান্য প্রতিষ্ঠানের তুলনামূলক দুর্বল পারফরম্যান্স শিক্ষা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবারও তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ২৮৬ জন পরীক্ষার্থীই সফলভাবে উত্তীর্ণ হয়ে শতভাগ (১০০%) পাসের হার নিশ্চিত করেছে। এর মধ্যে অবিশ্বাস্যভাবে ১৮৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে মেধার স্বাক্ষর রেখেছেন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সামিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, যাদের পাসের হার ৯৫.৯৫ শতাংশ। এই প্রতিষ্ঠান থেকে ৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদন অনুযায়ী, এবার এইচএসসি পরীক্ষায় কলেজ পর্যায়ে মোট ২,৫৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এদের মধ্যে পাশ করেছেন মাত্র ১,৯৪৩ জন। ফলে তিনটি বোর্ডের সম্মিলিত পাসের হার দাঁড়িয়েছে ৬৩.৭৯ শতাংশ, যা গত বছরের তুলনায় তুলনামূলকভাবে কম। তবে, এই বোর্ডের অধীনে মোট ৩৩৪ জন মেধাবী শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
এর মধ্যে শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয় ২৮৬ জন পরীক্ষার্থী। সকলেই পাশ করেছে — পাশের হার শতভাগ। প্রতিষ্ঠানটির ১৮৮ জন শিক্ষার্থী জিপিএ–৫ পাওয়ায় এবারের ফলাফলেও তারা শীর্ষ স্থান ধরে রেখেছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সামিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির পাশের হার ৯৫ দশমিক ৩৮ শতাংশ এবং জিপিএ–৫ পেয়েছে ৪৭ জন।
অন্যদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম–২০২৫ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৯৭ জন। এর মধ্যে পাশ করেছেন ১১১ জন এবং জিপিএ–৫ পেয়েছেন মাত্র ২ জন শিক্ষার্থী। পাশের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৩৫ শতাংশ।
এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বি.এম)–২০২৫ পরীক্ষায় অংশ নেয় ৪৭৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ২৭৮ জন এবং জিপিএ–৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী। পাশের হার ৫৮ দশমিক ৭৭ শতাংশ।