বগুড়ার শেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দিলে এক হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার ফেরদৌস (১৬) বগুড়া সদর উপজেলার কোয়ালিপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে গরু বিক্রি করে ফেরার পথে ট্রাকটি (বগুড়া ড-১১-২৩২৫) ছোনকা এলাকায় পৌঁছালে সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চালক সামান্য আহত হন, তবে হেলপার ফেরদৌস ট্রাকের ভেতর আটকে ঘটনাস্থলেই মারা যায়।
শেরপুর হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর (এস আই) আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।