এনাম হক:
বগুড়ার শেরপুরের মির্জাপুর ইউনিয়নের সাগরপুর জিরো পয়েন্ট ব্র্যাক বটতলা এলাকা আগামী ১৫ নভেম্বর শনিবার এক অনন্য ধর্মীয় মিলনমেলার সাক্ষী হতে যাচ্ছে। নুরে মাদিনা হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও লিল্লাহ্ বোর্ডিং-এর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈমানের জ্যোতিস্পৃষ্ট বার্তা উপভোগ করতে পারবেন।
মাহফিলের মুখ্য আকর্ষণ হিসেবে উপস্থিত থাকছেন ‘বাংলার তারিক জামিল’ খ্যাত প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী হাফি, যিনি দ্বীনি খেদমতে শতাধিক রাষ্ট্র ভ্রমণ করেছেন।
এছাড়াও ধর্মীয় আলোচনায় অংশ নেবেন দ্বীনি খেদমতে ৬৮ রাষ্ট্র ভ্রমণকারী ড. আল্লামা মুফতি খলিলুর রহমান আযহারী, শাইখুল হাদিস মাওলানা মোঃ আব্দুর রহমান বিশালপুরী ও স্থানীয় বিশিষ্ট ওলামায়ে কেরাম।
সভাপতিত্ব করবেন এম.ডি, আলাল গ্রুপ-এর মোঃ আলাল আহম্মেদ, প্রধান অতিথি এইচ টি এম ফাউন্ডেশন ঢাকা-এর স্বত্বাধিকারী মোঃ মাহমুদুল হাসান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলিম এগ্রো ফুড-এর সহ-সভাপতি মোঃ আব্দুল আলিম আলহাজ্ব, মরিয়ম ডেকোরেটর-এর স্বত্বাধিকারী মোঃ আব্দুস সামাদ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ ইউনুস আলী ও ৫নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম।
মাহফিলের স্থান ও সময়ে আগত সকল ধর্মপ্রাণ মুসল্লির জন্য নামাজের স্থান, অজু ও বিশ্রামের সুব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ধর্মীয় আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা কোরআন-হাদিসের আলোকে জীবন গঠন ও নৈতিক শিক্ষার গুরুত্ব অনুধাবন করবেন।