1. dailybogratimes@gmail.com : admin :
গ্রামীণ ব্যাংক শেরপুর শাখায় অগ্নিসংযোগের চেষ্টা - Daily Bogra Times
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম

গ্রামীণ ব্যাংক শেরপুর শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

এনাম হকঃ-
  • আপডেট সময়ঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩২ Time View
গ্রামীণ ব্যাংক শেরপুর শাখায় অগ্নিসংযোগের চেষ্টা
print news

শেরপুর,বগুড়া: বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে অজ্ঞ্যাতরা।

রবিবার (১৬ নভেম্বর) ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাংকের নামফলকে আগুন লাগানো হয়েছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে। যদিও ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবু স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার প্রধান ফটকের নামফলকে কালো দাগ এবং পোড়া চিহ্ন রয়েছে। ব্যাংকের ভবনের অন্যান্য অংশ অক্ষত রয়েছে। গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম সকালে অফিসে এসে এই দৃশ্য প্রত্যক্ষ করেন। তিনি জানান, “সকালে অফিস খুলে দেখি নামফলকে কালি লেগে আছে। পরে বুঝতে পারি, রাতের কোনো এক সময়ে কেউ দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানোর চেষ্টা করেছে।”

উল্লেখ্য, ঘটনার সময় শাখার নৈশ প্রহরী মজিবর রহমান অফিসের অভ্যন্তরে ঘুমিয়ে ছিলেন। তিনি কোনো শব্দ বা ঘটনা সম্পর্কে অবগত হননি বলে জানিয়েছেন। এতে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নামফলকে আগুনের শিখা দেখা যায়, কিন্তু অগ্নিসংযোগকারীদের মুখ বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি কে বা কোথা থেকে রেকর্ড করা হয়েছে, তা নিয়েও তদন্ত চলছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “ঘটনাস্থল থেকে দাহ্য পদার্থ বহনের জন্য ব্যবহৃত দুটি খালি প্লাস্টিক বোতল উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ (যদি থাকে), স্থানীয় সাক্ষী এবং উদ্ধারকৃত বোতলগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হতে পারে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গ্রুপকে সন্দেহ করা হয়নি।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews