শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার শেরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বগুড়া–৫ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমানকে নিয়ে ব্যাপক মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকালে উপজেলার সীমাবাড়ি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেলের শোডাউনে অংশ নেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা–কর্মীরা। শোডাউনটি সীমাবাড়ি ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রামীণ সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব বিভাগের সভাপতি আমিনুল ইসলাম রাসেল, সীমাবাড়ি ইউনিয়ন জামায়াতের আমীর ইমাম হোসেন, নায়েবে আমীর আলতাফ হোসেন, সেক্রেটারি মনিরুজ্জামান, সাখাওয়াত হোসেনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
কর্মসূচিতে নেতা-কর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দবিবুর রহমানের বিজয়ের লক্ষ্যে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।