1. dailybogratimes@gmail.com : admin :
ভুয়া পুলিশের বাসায় আসল পুলিশ, গ্রেফতার ১ - Daily Bogra Times
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আমরা ভোটযুদ্ধ করবো, পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে – জি এম সিরাজ শেরপুরে ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের নির্দেশনায় অতিঃ বিভাগীয় কমিশনার শেরপুরে ১৭ কোটি টাকার রাস্তা নির্মাণ প্রকল্প, ৯২টি নতুন রাস্তার প্রস্তাব বগুড়ায় মৎস্য সপ্তাহের সমাপ্তি, দেশি মাছের উৎপাদনে জোর বিদ্যুৎস্পৃষ্টে শেরপুরে চিরনিদ্রায় গেলেন লিপি আক্তার বিডি ক্লিনের ৯ম জন্মদিন, শেরপুরে দুটি পরিচ্ছন্নতা অভিযান বগুড়ায় জুলাই মাসে ১৩ সড়ক দুর্ঘটনায় প্রান ঝরলো ১৪ জনের বাঙ্গালী নদীর ওপর নির্মিত হচ্ছে অত্যাধুনিক ৫০০ মিটার দীর্ঘ সেতু করতোয়া নদীতে নাব্যতা সংকট: ভাঙছে ঘরবাড়ি, তলিয়ে যাচ্ছে ফসলি জমি শেরপুরে রাস্তার কাজে নিম্নমানের খোয়া, সরানোর নির্দেশ

ভুয়া পুলিশের বাসায় আসল পুলিশ, গ্রেফতার ১

মোঃ আল-আমিন -
  • আপডেট সময়ঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১১১ Time View
ভুয়া পুলিশের বাসায় আসল পুলিশ, গ্রেফতার ১
print news

জয়পুরহাট জেলা প্রতিনিধি। জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশ পরিচয়ে মাদক তল্লাশির নামে গত ১৪ ডিসেম্বর রোজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আওলাই ইউনিয়নের গুড়নী গ্রামের শ্রী সুবত মালি (২৮) এর বাড়িতে ঢুকে ঘরের লেপ-তোশক উল্টাপাল্টা ও আসবাবপত্র তছনছ করে ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়া সেই ভুয়া পুলিশ মোঃ মুন্না হাসান 

পিতা ইউসুফ খলিফা ,সাং:মুক্তারপুর থানা :ফুলবাড়ী থেকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ 

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে দুটি মোটরসাইকেলযোগে তিন ব্যক্তি গুড়নী গ্রামের শ্রী সুবতের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। তাদের কাছে হ্যান্ডকাফ ও কোমরে ওয়াকি-টকি ছিল। তারা পুলিশ পরিচয় দিয়ে সুবতের বাড়িতে ঢুকে দুটি ঘরের তালা ভেঙে লেপ-তোশক উল্টাপাল্টা ও ঘরের আসবাবপত্র তছনছ করে। পরে গ্রামবাসী জানতে পারে তারা আসল পুলিশ নয়, প্রতারক।

সুবত মালি বলেন, আমি মাঠে কাজ করছিলাম। দিনের বেলায় প্রকাশ্যে পুলিশের পরিচয় দিয়ে আমার ঘরের তালা ভেঙে ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে তারা। আমি গবিব মানুষ, জমি ফেরত নেওয়ার ওই টাকা ঘরে রেখেছিলাম। আমি এখন স্ত্রী-সন্তান নিয়ে কীভাবে চলব। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।

সুবত মালীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এতদিন পুলিশ আড়ালে কাজ চালিয়ে যাচ্ছিল। সেই ভুয়া পুলিশের খোঁজে পাঞ্জাবি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই সোহেল রানা তাদেরকে ধরার জন্য এতদিন ওত পেতে ছিল । গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৮শে জানুয়ারি রোজ মঙ্গলবার পাঁচবিবি থানার এস,আই আব্দুল্লাহ আল মামুন ও এ,এস,আই সোহেল রানার নেতৃত্বে ফুলবাড়ী থেকে বিকেল আনুমানিক ৩:৩০ মিনিটে ওই ভুয়া পুলিশ সেজে টাকা লুটকারী ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে পাঁচবিবি থানার পরিদর্শক (ওসি) মো. কাওসার আলী সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের খোঁজ পাই এবং আমাদের পাঁচবিবি থানার সাহসী এসআই আব্দুল্লাহ আল মামুন ও এ, এস ,আই সোহেল রানার নেতৃত্বে তাদেরকে ধরতে সক্ষম হয়। উক্ত আসামি বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন জেলায় তিনটি মামলা ও একটি মাদক মোট ৪ টি মামলা রয়েছে,এবং এ ঘটনার সাথে আর কারা কারা জড়িত আছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews