1. dailybogratimes@gmail.com : admin :
ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার কর্মিসভা অনুষ্ঠিত - Daily Bogra Times
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম

ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার কর্মিসভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধিঃ-
  • আপডেট সময়ঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ Time View
ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার কর্মিসভা অনুষ্ঠিত
print news

আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫ ইং ৩৪তম জেলা সম্মেলনের তারিখ ঘোষণা। আজ বিকাল ৫ টায় জেলা কার্যালয়ে ইউনিয়ন বগুড়া জেলা সংসদের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহম্মেদ রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজিদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মিসভায় আলোচনা করেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়া জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক জয় ভৌমিক, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন, আজিজুল হক কলেজ সংসদের দপ্তর সম্পাদক উৎপল কুমার, শাহ সুলতান কলেজ সংসদের সহ-সভাপতি সুজয় কুমার, কাহালু উপজেলা সংসদের কোষাধ্যক্ষ আহাদ হোসেন, সারিয়াকান্দি উপজেলা সংসদের প্রচার সম্পাদক আসিফ আহম্মেদ, সোনাতলা উপজেলা সংসদের আহ্বায়ক মোঃ জিসান ইসলাম মোল্লা, পলিটেকনিক শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাইফ, ম্যাটস শাখার আহ্বায়ক শাওন শওকত প্রমুখ।

কর্মিসভায় আরমানুর রশিদ আকাশকে চেয়ারম্যান ও জয় ভৌমিককে সদস্য সচিব করে ১০৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ ঘোষণা করা হয়। সম্মেলন সফল করার জন্য ৭টি উপ-পরিষদ গঠন করা হয়েছে।

বক্তারা, ৩৪তম জেলা সম্মেলন সফল করতে সকল নেতাকর্মীকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। একইসাথে সম্মেলন সফল করতে প্রশাসন, গণমাধ্যম এবং বগুড়াবাসীর সহযোগিতা কামনা করেন।

কর্মিসভার শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদগণসহ অধিকার ও ন্যায্যতার পক্ষের লড়াইয়ে জীবনদানকারী সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং কর্শেমিসভা শেষে একটি প্রচার মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews